For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা জ্ঞাপন, পরলোকে চিরবিদায়ে সুষমার নশ্বর দেহ

প্রয়াত সুষমা স্বরাজ। মাত্র ৬৭ বছর বয়সে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি। তাঁর প্রয়াণে সারা দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

  • |
Google Oneindia Bengali News

প্রয়াত সুষমা স্বরাজ। মাত্র ৬৭ বছর বয়সে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি। তাঁর প্রয়াণে সারা দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। শুধু বিজেপি নয়, কংগ্রেস থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের প্রিয়পাত্রী ছিলেন সুষমা। শুধু তাই নয়, বিদেশমন্ত্রী থাকার সুবাদে বিদেশি আমলা ও রাজনীতিকদেরও কাছের মানুষ হয়ে উঠেছিলেন তিনি। একনজরে দেখে নেওয়া যাক সুষমার শেষ যাত্রার সমস্ত আপডেট।

LIVE সুষমা স্বরাজের অন্তিম যাত্রার সমস্ত আপডেট

Newest First Oldest First
4:37 PM, 7 Aug

লোধি ক্রিমেটোরিয়ামে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন সুষমা স্বরাজের।
4:23 PM, 7 Aug

সুষমার মেয়ে বাঁশুরি স্বরাজ শেষ শ্রদ্ধা জানালেন।
4:21 PM, 7 Aug

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ভূটানের প্রধানমন্ত্রী শেরিং টোগবে সুষমার শেষযাত্রায় সঙ্গী হয়েছেন।
4:19 PM, 7 Aug

দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে লোধি শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে সুষমা স্বরাজের মরদেহ।
2:51 PM, 7 Aug

জাতীয় পতাকায় মুড়ে শেষ শ্রদ্ধা সুষমা স্বরাজকে।
2:50 PM, 7 Aug

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শেষ শ্রদ্ধা সুষমা স্বরাজকে।
2:50 PM, 7 Aug

বিজেপি হেডকোয়ার্টারে সুষমাকে শ্রদ্ধা অমিত শাহ ও জেডি নাড্ডা সহ বিজেপি নেতা-কর্মীদের।
2:49 PM, 7 Aug

বিজেপি হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হচ্ছে সুষমা স্বরাজের নশ্বর দেহ।
2:48 PM, 7 Aug

পাকিস্তান থেকে গীতাকে ফিরিয়ে এনেছিলেন সুষমা। এদিন হাত নেড়ে নিজের কথা জানালেন তিনি। দেখুন ভিডিও।
12:25 PM, 7 Aug

সুষমাজি সকলের সমস্যা বুঝে সাহায্য করতেন। শ্রদ্ধাজ্ঞাপন করে জানালেন সংসদের অধ্যক্ষ ওম বিড়লা।
12:24 PM, 7 Aug

সুষমার পরিবারকে সমবেদনা জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া।
12:23 PM, 7 Aug

সুষমা স্বরাজকে শেষ শ্রদ্ধা বিজেপি নেতা তথা কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার।
12:22 PM, 7 Aug

সুষমার প্রয়াণে রাজ্যসভায় সাংসদদের শ্রদ্ধাজ্ঞাপন।
11:06 AM, 7 Aug

সুষমার পরিবারের পাশে অমিত শাহ
11:05 AM, 7 Aug

শ্রদ্ধা জানালেন সনিয়া গান্ধী
10:41 AM, 7 Aug

শ্রদ্ধা জানাতে নবতিপর লালকৃষ্ণ আডবাণী
10:40 AM, 7 Aug

শ্রদ্ধা জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
10:01 AM, 7 Aug

শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
9:07 AM, 7 Aug

২ দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে দিল্লি সরকার
8:39 AM, 7 Aug

শ্রদ্ধাজ্ঞাপনে ডেরেক ও'ব্রায়েন ও কৈলাস সত্যার্থী
8:35 AM, 7 Aug

বেলা ৩ টেয় সুষমা স্বরাজের শেষকৃত্য সম্পন্ন
7:58 AM, 7 Aug

৩ ঘন্টা বিজেপি দফতরে রাখা হবে মরদেহ
7:47 AM, 7 Aug

বেলা ১১টায় দেহ নিয়ে যাওয়া হবে বিজেপির সদর দফতরে
7:30 AM, 7 Aug

বুধবার বিকেলে শেষকৃত্য সম্পন্ন
7:25 AM, 7 Aug

শোকপ্রকাশ বিএসপি নেত্রী মায়াবতীর।
2:06 AM, 7 Aug

সুষমার প্রয়াণে শোকবার্তা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের।
2:05 AM, 7 Aug

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গভীর শোকপ্রকাশ করলেন সুষমার প্রয়াণে।
2:04 AM, 7 Aug

সুষমাকে বোন বলতেন, তাঁকে ভাই বলতেন সুষমা। স্মৃতিচারণায় ৪২ বছরের সম্পর্কের কথা জানালেন কংগ্রেসের গুলাম নবি আজাদ।
2:03 AM, 7 Aug

উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইড়ুও সুষমা স্বরাজের প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
2:03 AM, 7 Aug

সুষমা স্বরাজের প্রয়াণে শোকজ্ঞাপন রাহুল গান্ধীর।
READ MORE

English summary
LIVE updates of last rites of Sushma Swaraj, passes away due to cardiac arrest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X