For Quick Alerts
For Daily Alerts
LIVE

LIVE বাবরি মসজিদ মামলায় ষড়যন্ত্রের অভিযোগে বেকসুর খালাস সকলেই
বিশেষ সিবিআই আদালত বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় দেবে বুধবার। ১৯৯২ সালে এই ঘটনা ঘটেছিল। যার পর ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট অনেকাংশে পাল্টে গিয়েছে। বাবরি মসজিদ ধ্বংসের পরই রক্তক্ষয়ী দাঙ্গা হয় যার ফলে ২ হাজারের বেশি মানুষের প্রাণ গিয়েছিল। সেই মামলায় অনেক হেভিওয়েটদের নাম জড়িত। এদিন আদালত কী জানায় তার ওপর অনেককিছু নির্ভর করছে। একনজরে দেখে নিন সমস্ত আপডেট।
Newest First Oldest First