For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট পড়ে ৫৩.২৩ শতাংশ

  • By
  • |
Google Oneindia Bengali News

বিহারে প্রথম দফার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এদিন বুধবার ২৮ অক্টোবর। প্রথম দফায় মোট ২ কোটি ১৪ লক্ষ ভোটার। সবমিলিয়ে ১০৬৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে ৭১টি বিধানসভা আসনে। করোনা ভাইরাস মহামারীর মাঝে সারা বিশ্বের মধ্যে এটাই প্রথম কোনও বড় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এরপরে রয়েছে আগামী ৩ নভেম্বর মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন। বিহার নির্বাচনে একদিকে যেমন রয়েছে ক্ষমতায় থাকা জেডিইউ-বিজেপির জোট, অন্যদিকে রয়েছে কংগ্রেস, আরজেডি এবং বাম দলগুলির মহাজোট। সবমিলিয়ে এই নির্বাচন যে অত্যন্ত হাড্ডাহাড্ডি হতে চলেছে তা নিঃসন্দেহে বলা যায়ষ দিনের সমস্ত ঘটনার আপডেট দেখুন একসঙ্গে।

LIVE বিহার বিধানসভা নির্বাচন প্রথম দফা ৭১টি আসনের আপডেট

Newest First Oldest First
6:57 PM, 3 Nov

কংগ্রেস, বাম এবং আরজেডি মিলে সরকার গড়বে বিহারে দাবি শত্রুঘ্ন সিনহার
6:41 PM, 3 Nov

প্রচারে গিয়ে অপমানিত নীতীশ, সভা থেকে ছোরা হল পেঁয়াজ
5:55 PM, 3 Nov

যুবারা জানে কীভাবে বিহারকে লুঠ করেছে নীতীশ কুমার আর নরেন্দ্র মোদী, প্রচারে গিয়ে আক্রমণ রাহুল গান্ধীর
5:45 PM, 3 Nov

ভাগলপুরে সস্ত্রীক ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্মিনী কুমার চৌবে
5:26 PM, 3 Nov

বিজেপিই জিতছে পাটনায় দাবি বিজেপি নেতা আর কে সিংয়ের
5:14 PM, 3 Nov

ভোটের রেজাল্ট বেরোলে চুপ করে যাবেন তেজস্বী, কটাক্ষ শত্রুঘ্নর
5:13 PM, 3 Nov

তেজস্বী যাদবকে আক্রমণ শত্রুঘ্ন সিনহার
7:15 PM, 28 Oct

এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট পড়ে ৫৩.২৩ শতাংশ।
6:36 PM, 28 Oct

বিকেল ৫টা পর্যন্ত বিহারে প্রথম দফায় ভোট পড়েছে ৫১.২৪ শতাংশ।
6:35 PM, 28 Oct

কৃষি আইন নিয়েও চম্পারণের জনসভা থেকে সরব হন রাহুল গান্ধি ৷ তিনি বলেন, কেন পঞ্জাবের কৃষকরা দশেরাতে রাবণের মূর্তির বদলে মোদীর মুখওয়ালা মূর্তি জ্বালিয়েছেন? কেন সেখানকার কৃষকদের কাছে প্রধানমন্ত্রী রাবণের সমতুল্য় হয়ে গেলেন?
6:34 PM, 28 Oct

সেখানেই কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্য়া আশ্বাস দেওয়ার অভিযোগ করেন রাহুল।
6:34 PM, 28 Oct

আজ বিহারের পশ্চিম চম্পারণে দ্বিতীয় দফার প্রচারে যান রাহুল গান্ধী।
6:34 PM, 28 Oct

দ্বিতীয় দফার বিহার নির্বাচনের আগে প্রচারে মিথ্য়া আশ্বাস দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন রাহুল গান্ধী৷
5:26 PM, 28 Oct

শাহপুরে নির্দল প্রার্থী ও আরজেডি প্রার্থীর সমর্থকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে।
5:24 PM, 28 Oct

বিহারের উন্নয়নে আলাদা অনুদান কেন্দ্র বরাদ্দ করে রেখেছে বলে প্রচারে দাবি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
4:16 PM, 28 Oct

বিহারে প্রথম দফায় বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়ল ৪৬.২৯ শতাংশ।
3:38 PM, 28 Oct

বিহারের পশ্চিম চম্পারনে ভোটের প্রচারে গিয়ে কংগ্রেস ও আরজেডিকে চড়া আক্রমণ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
2:42 PM, 28 Oct

যারা এতদিন লুঠ চালিয়েছে তারা কীভাবে বিহারবাসীর স্বপ্নপূরণ করবে? পাটনার জনসভায় বিরোধীদের তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
2:29 PM, 28 Oct

বিহারের বিজেপি মন্ত্রী প্রেম কুমার মাস্কে দলীয় প্রতীক লাগিয়ে বুথে আসায় নির্বাচন কমিশনের কোপে পড়লেন।
2:10 PM, 28 Oct

বিহারের নওয়াদায় পোলিং এজেন্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে খবর।
2:06 PM, 28 Oct

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো মিথ্যা বলতে পারব না। বিহারে জনসভা থেকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর। তাঁর কথায়, মোদীজি এখন আর ২ কোটি চাকরির কথা বলেন না। এখানে এসে বললে আমি নিশ্চিত সকলে ওনাকে তাড়া করবে।
2:03 PM, 28 Oct

গয়া কেন্দ্রের একটি আসনে ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঞ্ঝি।
1:51 PM, 28 Oct

নির্বাচন কমিশনের তথ্য বলছে, দুপুর ১টা পর্যন্ত বিহারে প্রথম দফায় ভোট পড়েছে ৩৩.১০ শতাংশ।
1:37 PM, 28 Oct

বিহারের নওয়াদা সেক্টরে ভোটারদের সাহায্য আইটিবিপি জওয়ানদের।
1:32 PM, 28 Oct

নাম না করে আরজেডিকে তীব্র আক্রমণ করে বিহারে প্রচার সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1:14 PM, 28 Oct

ইভিএম বিভ্রাটের অভিযোগে জামুইয়ে ৫৫টি বুথে পুনর্নির্বাচনের দাবিতে সরব আরজেডি প্রার্থী।
12:47 PM, 28 Oct

বিহারকে আত্মনির্ভর করে তোলার জন্য এনডিএ জোটকে ভোট দিন, দ্বিতীয় দফার প্রচারে গিয়ে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
12:27 PM, 28 Oct

মুঙ্গেরের ঘটনা এড়িয়ে গেলেন কেন প্রধানমন্ত্রী, দ্বারভাঙার প্রচার নিয়ে আক্রমণ কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালার
12:07 PM, 28 Oct

অযোধ্যার রাম মন্দির তৈরি করে প্রতিশ্রুতি পূরণ করেছে বিজেপি সরকার, ভোটের প্রচারে রামমন্দির প্রসঙ্গ টানলেন প্রধানমন্ত্রী মোদী
11:55 AM, 28 Oct

সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ১৮.৪৮ শতাংশ
READ MORE

English summary
Live Updates of Bihar Assembly Elections 2020 1st Phase Polling in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X