For Quick Alerts
For Daily Alerts
শপথের হ্যাটট্রিক কেজরিওয়ালের, ভাষণ শেষে বললেন, হাম হোঙ্গে কামিয়াব
আম আদমি পার্টি এই নিয়ে পরপর তিনবার দিল্লির বিধানসভা দখল করল। ২০১৫ সালের নির্বাচনে ৭০টি আসনের মধ্যে ৬৭টি আসনে জয় পেয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের দল। এবার আসন সংখ্যা কমে ৬২ হলেও দাপট একইরকমভাবে বজায় রেখেছে আম আদমি পার্টি। তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। সেই অনুষ্ঠানেরই সমস্ত আপডেট দেখুন একনজরে।
Newest First Oldest First
এদিনে শপথগ্রহণ অনুষ্ঠানে আম আদমি পার্টির তরফে অন্য কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। শুধুমাত্র দিল্লির নেতা-নেত্রীরা মন্ত্রীদের তালিকায় রয়েছেন। তবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এছাড়াও আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বিজেপির সাংসদ ও নবনির্বাচিত ৮ জন বিধায়ক।
READ MORE