For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোট বাতিলের ৫০ দিন পর যে যে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী

ইংরেজি নববর্ষের আগেই আজ জাতির উদ্দেশ্যে ফের ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক কী কী ঘোষণা করলেন তিনি তা জেনে নেওয়া যাক একনজরে।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি,৩১ ডিসেম্বর : ইংরেজি নববর্ষের আগেই আজ জাতির উদ্দেশ্যে ফের ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় দূরদর্শনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ৮ নভেম্বরের নোট বাতিলের ঘোষণার পরে এদিন ফের দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে কেন্দ্র সরকারের হয়ে নানা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ঠিক কী কী ঘোষণা করলেন তিনি তা জেনে নেওয়া যাক একনজরে। [Highlights নোট বাতিল ইস্যুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি একনজরে]

আজ জাতির উদ্দেশে বক্তৃতা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন নিজের ভাষণে যা যা বললেন :

  • ডিজিটাল পেমেন্ট নিয়ে সাধারণ মানুষ ইতিবাচকতা দেখিয়েছেন। বহু মানুষ দলে দলে এতে যোগ দিচ্ছেন। আমি চাই আমজনতা বেশি করে ভীম বা ভারত ইন্টারফেজ ফর মানি প্রকল্প নিজেদের যুক্ত করুন।
  • গর্ভবতী মহিলাদের হাসপাতালে ভর্তি, ডেলিভারি ও পুষ্টিকরণ সহ নানা খাতে সরকার ৬ হাজার টাকা করে সাহায্য করবে। এই টাকা হবু মায়ের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে।
  • যে ব্যবসায়ী বছরে ২ কোটি টাকা পর্যন্ত ব্যবসা করেন তাদের করের হার অনেকটা কমিয়ে দিয়েছে কেন্দ্র সরকার।
  • সিনিয়র সিটিজেনের জন্য সরকার নতুন প্রকল্প চালু করতে চলেছে। সাড়ে ৭ লক্ষের উপরে ১০ বছরের বেশি জমাতে ৮ শতাংশ সুদের হার নিশ্চিত।
  • ডিজিটাল লেনদেনে ওয়ার্কিং ক্যাপিটাল লোন ২০ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে।
  • ব্যাঙ্কগুলি ছোট ব্যবসায়ীকে ঋণ দিক, তা ক্রেডিট গ্যারান্টির মাধ্যমে কভারেজ দেবে সরকার। এর ফলে ছোট দোকানদার বেশি সুবিধা হবে। সরকার গ্যারান্টার হওয়ায় সুদের হারও কম হবে।
  • ছোটব্যবসায়ীর জন্য ক্রেডিট গ্যারান্টি ১ কোটি থেকে বাড়িয়ে ২ কোটি টাকা করা হল।
    কিষাণ ক্রেডিচ কার্ডকে রুপে কার্ডে বদল করা হবে। এর ফলে যেকোনও জায়গা থেকে কৃষকেরা কেনাবেচা করতে পারবে।
  • যে কৃষকেরা শস্য চাষে ঋণ নিয়েছিলেন তাদের ৬০ দিনে ঋণ মকুব করল সরকার। এছাড়া নাবার্ডকে ২০ হাজার কোটি টাকা অর্থসাহায্য করছে কেন্দ্র।
  • প্রধানমন্ত্রী আবাস যোজনা মোতাবেক গরিব ও মধ্যবিত্তদের দুটি নতুন প্রকল্প চালু করছে সরকার।
  • গ্রামে ঘর তৈরিতে বা বাড়ি বানাতে ২ লক্ষ টাকার গৃহঋণে ৩ শতাংশ হারে সুদে ছাড় দেবে সরকার।
  • ৯ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে ৪ শতাংশ ও ১২ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে ৩ শতাংশ পর্যন্ত সুদের হারে ছাড় দেবে কেন্দ্র।
  • ব্যাঙ্ককর্মীরা এই কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছে। তবে এর পাশাপাশি কিছু দুর্বৃত্ত রয়েছে যারা ব্যাঙ্ক ব্যবস্থার মধ্যে থেকে অপরাধ করেছে। সেই খবরও সরকারের কাছে এসেছে। এবং এটা আপনাদের জানাচ্ছি যে তাদের কোনওভাবেই ছাড়া হবে না। অপরাধের শাস্তি তারা পাবেন।
  • দুর্নীতিবাজরাও প্রযুক্তির ব্যবহারের ফলে বেশি করে বেইমানি করতে পারবে না। তাদের দুর্নীতি ছেড়ে সঠিক রাস্তায় আসতে হয়েছে।

  • কেন্দ্র ও রাজ্য সরকারে কাজ করা কর্মচারীদের দায়িত্ব হল সততার সঙ্গে সাধারণ মানুষ যাতে সবচেয়ে বেশি উপকৃত হতে পারে।
  • এখন কথা হচ্ছে, বেইমান লোকের কী করবে সরকার। আপনাদের জানাচ্ছি যে সরকার এদের ব্যবস্থা করবে। তবে সরকার এটাও জানাচ্ছে যে সততার সঙ্গে চলা মানুষদের দুঃখ-দারিদ্র কীভাবে দূর হবে, তাদের চিন্তা কীভাবে কমবে তা নিয়েও চিন্তা করছে সরকার।
  • আমরা কতদিন সত্য থেকে মুখ ফিরিয়ে থাকব? দেশে মাত্র ২৪ লক্ষ মানুষ ১০ লক্ষের বেশি টাকা বছরে রোজগার করেন। এটা কী কোনও দেশে সম্ভব? এত কম সংখ্যা কী হতে পারে? দুর্নীতি ও কালো টাকা উদ্ধার এই চর্চা হওয়া স্বাভাবিক।
  • নগদে কাজ করা বহু নাগরিক আইনের পালন করে মূল অর্থব্যবস্থায় ফিরতে চেয়েছে। আর সরকার তার জন্য তাদের ধন্যবাদ জানায়।
  • দেশবাসী যেভাবে ধৈর্য্য ও সংকল্প দেখিয়েছেন তা সাধুবাদযোগ্য। যেকোনও দেশের জন্য এটা শুভ সঙ্কেত যে তার নাগরিক সরকারের ও আইনের মান রেখে কাজ করছে।
  • এটা এমন এক ঘটনা যেখানে সরকার ও আমজনতা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে।
  • আমি জানি আমজনতাকে কত কষ্ট করে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমি অনেক অভিযোগ পেয়েছি। তবে আমি খুশি আপনারা আমাকে আপন মনে করে সমস্ত কিছু বলেছেন।
  • সরকার ব্যাঙ্ক ব্যবস্থাকে স্থিতিশীল করতে বদ্ধপরিকর। ছোট থেকে ছোট সমস্যাকে দূর করতে সরকার দায়বদ্ধ। ভারত যা করে দেখিয়েছে তার উদাহরণ কোথাও নেই।
  • ৮ নভেম্বরের পরের ঘটনা আমাদের নতুন করে চিন্তা করতে শিখিয়েছে। ১২৫ কোটি মানুষ কষ্ট করে দেখিয়ে দিয়েছেন যে সততা ও ইচ্ছাশক্তি থাকলে মানুষ কোথায় পৌঁছতে পারে। অপপ্রচারের মাঝে থেকেও সত্যকে চিনে নেওয়া কাকে বলে। নতুন ভারতের নির্মাণের জন্য মানুষ কী না করতে পারে, তা দেখিয়ে দিয়েছে ভারতবাসী।
  • ভারতবাসী সঙ্কল্পবদ্ধ হয়ে দেখিয়ে দিয়েছে উজ্জ্বল ভবিষ্যতের জন্য মানুষ কী না করতে পারে।

English summary
Narendra Modi’s address to nation on 31st December 2016
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X