For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাতে মোদীর ভোটদান পর্ব নিয়ে জোর বিতর্ক, বিকেল পর্যন্ত ভোট পড়ল ৬২ শতাংশ

আজ শেষ দফার ভোটগ্রহণ গুজরাতে। পেয়ে যান ভোটগ্রহণের যাবতীয় লাইভ আপডেট

  • |
Google Oneindia Bengali News

আজ সকাল আটটায় শুরু হয়েছে গুজরাতের দ্বিতীয় দফার নির্বাচন। মূলত উত্তর ও মধ্য গুজরাতে এই নির্বাচন। ১৪ টি জেলার ৯৩ টি আসনে ৮৫১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। ভোট দিচ্ছেন প্রায় ২.২২ কোটি ভোটার। পুরুষ প্রার্থীর সংখ্যা ৭৮২ এবং মহিলা প্রার্থীর সংখ্যা ৬৯। সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে মেহসানা কেন্দ্রে, ৩৪ জন। সবচেয়ে কম প্রার্থী আদিবাসী সংরক্ষিত ঝালোদ কেন্দ্রে ২ জন।

আজ গুজরাতে দ্বিতীয় ও শেষ দফার নির্বাচন

শেষ দফার নির্বাচনের আগে অবশ্যই প্রবলভাবে উত্তপ্ত রাজনীতি। গুজরাতকে ঘিরে যে ভাবে একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিজেপি ও কংগ্রেস তাতে পরিস্থিতি নাটকীয় হয়ে উঠেছে। গতকাল রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে বিজেপি। অন্যদিকে, কংগ্রেসেরও অভিযোগ, তাঁদের সমানে হুমকি দিচ্ছেন বিজেপি-র কর্মী সমর্থক থেকে শুরু করে নেতারা। সবমিলিয়ে শেষ দফায় কোনও উত্তেজনা ছড়ায় কিনা সেটাই এখন দেখার।

সমস্ত আপডেট পান এখানে :

বিকেল ৫ টায় ভোটপর্বের সমাপ্তি ঘোষণা হয়।

বিকেল ৪ টে পর্যন্ত ভোট পড়েছে ৬২ শতাংশ

দুপুর ২টো ৪৫ মিনিট: প্রধানমন্ত্রীর রোড শো এর অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কর্মীরা।

দুপুর ২টো ৩০ মিনিট : দুপুর ২টো পর্যন্ত ভোট পড়েছে ৪৯ শতাংশ।

দুপুর ১টা ৫৫ মিনিট : ভোট দেওয়ার পর মোদী সাধারণ মানুষের মধ্যে, এই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

দুপুর ১টা ৪০ মিনিট : আহমেদাবাদের জামালপুরে ভোট দিলেন সিনিয়র বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি।

দুপুর ১টা ২০ মিনিট : ভোট দিয়ে বেরিয়ে এসে রোড শো করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন প্রধানমন্ত্রী মোদী। অভিযোগ কংগ্রেস নেতা অশোক গেহলটের।

দুপুর ১টা ০৩ মিনিট : আগের দফার চেয়ে অন্তত ৫০ শতাংশ ক্ষেত্রে ইভিএমের গোলযোগ ধরা পড়েনি বলে জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক বিবি সোয়াইন।

দুপুর ১২টা ৫০ মিনিট : সস্ত্রীক ভোট দিলেন প্রাক্তন ক্রিকেটার নয়ন মোঙ্গিয়া।

সস্ত্রীক ভোট দিলেন প্রাক্তন ক্রিকেটার নয়ন মোঙ্গিয়া।

দুপুর ১২টা ৩৫ মিনিট : দ্বিতীয় দফায় দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়ল ৩৯ শতাংশ।

দুপুর ১২টা ২০ মিনিট : আমজনতার সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন নরেন্দ্র মোদী। সবরমতীর রানিপ এলাকায় ১১৫ নম্বর বুথে ভোট দেন তিনি।

দুপুর ১২টা : গুজরাতে বিধানসভা ভোট উপলক্ষ্যে নিজের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে আহমেদাবাদে ভোট দিতে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সকাল ১১টা ৪৫ মিনিট : গুজরাতে দ্বিতীয় দফায় সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ২১ শতাংশ।

বুথে ভোট দেন তিনি

সকাল ১১টা ৩০ মিনিট : গুজরাত কংগ্রেস প্রধান ভরতসিং সোলাঙ্কি আনন্দ এলাকায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

সকাল ১১টা ২০ মিনিট : মুখ নির্বাচনী অফিসার বিবি সোয়েইন নিজের ভোট দিলেন গান্ধীনগরে।

সকাল ১১টা ১৫ মিনিট : সকাল ১০টা পর্যন্ত ভোট পড়ল ১২ শতাংশ।

সকাল ১০টা পর্যন্ত ভোট পড়ল ১২ শতাংশ

সকাল ১১টা : ভোট দিলেন উপমুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল। তিনি ভোট দিলেন মেহসানা কাদিতে। কংগ্রেসের জিভাভাই প্যাটেলের বিরুদ্ধে লড়ছেন তিনি।

সকাল ১০টা ৪২ মিনিট : ভোট দিলেন পতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল।

ভোট দিলেন পতিদার আন্দোলনের

সকাল ১০টা ২০ মিনিট : ছোটা উদয়পুরে একটি বুথে ইভিএম বিকল হয়। ৫০ মিনিট ধরে তা সারানোর পরে ফের শুরু হয়েছে ভোটগ্রহণ। ইভিএম বিকল হওয়ার কথা স্বীকার নির্বাচন কমিশনেরও।

সকাল ১০টা : ভোট দেবেন বলে আহমেদাবাদের ভেজালপুরের ভোটকেন্দ্রের বাইরে লাইন দিয়েছেন দেশের অর্থমন্ত্রী অরুণ জেটলি।

সকাল ৯টা ৫৫ মিনিট : আহমেদাবাদের কাছে ভাদনগরে একটি গ্রামে ভোট বয়কট বাসিন্দাদের। এখানে কোনও উন্নয়ন হয়নি। আর সেই অভিযোগেই ভোট বয়কট করা হয়েছে।

গান্ধীনগরে নিজের গ্রামে ভোট দিলেন

সকাল ৯টা ৪৫ মিনিট : গান্ধীনগরে নিজের গ্রামে ভোট দিলেন শঙ্কর সিং বাঘেলা।

সকাল ৯টা ২১ মিনিট : নারায়ণপুরায় ভোট দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

সকাল ৯টা ০৭ মিনিট : পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলের বাবা-মা ভোট দিলেন বিরামগামে।

সকাল ৮টা ৫৫ মিনিট : ভোট দিলেন নরেন্দ্র মোদীর মা হীরাবেন। তাঁর বয়স ৯৫ বছর। ভোটের পরে ক্যামেরার দিকে তাকিয়ে দিলেন পোজ-ও। বললেন, গুজরাতের ভালো হোক, এই প্রার্থনা করেন তিনি।

সকাল ৮টা ৪০ মিনিট : গান্ধীনগরে বুথ কেন্দ্রে ভোট দিতে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন।

সকাল ৮টা ৩০ মিনিট : আহমেদাবাদের ঘাটলোডিয়া থেকে ভোট দিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল।

সকাল ৮টা ২২ মিনিট : বিরামগামে হার্দিক প্যাটেলের এলাকায় সকাল থেকেই ভোট দেওয়ার উৎসাহ চোখে পড়েছে।

সকাল ৮টা ১৫ মিনিট : হার্দিক প্যাটেলের বাবা-মা ঈশ্বরের কাছে প্রার্থনায় ব্যস্ত ছেলের জন্য।

সকাল ৮টা : শুরু হল গুজরাত বিধানসভা ভোটের দ্বিতীয় তথা অন্তিম দফার ভোটগ্রহণ।

English summary
Today Gujarat is casting vote for the last phase of assembly elections. Here is the live update.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X