For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওড়িশার বিজেপুরে 'প্রেস্টিজ ফাইট', উপনির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৭২%

সম্প্রতি যতগুলি উপনির্বাচন বা বিধানসভা নির্বাচন হয়েছে- সেখানে সবসময়ই লড়াইটা হয়েছে দুই দলের মধ্যে। কিন্তু, বিজেপুরা-য় এখন ত্রিশঙ্কু অবস্থা।

Google Oneindia Bengali News

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে মহড়া বললে ভুল হয় না। কারণ, লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে ওই সময়ে ওড়িশাতে বিধানসভার ভোটও অনুষ্ঠিত হবে। তাই বিজেপুরের বিধানসভা আসনের উপনির্বাচন ঘিরে এই ধুন্ধুমার পরিস্থিতি।

ওড়িশায় বিধানভা উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু

সম্প্রতি যতগুলি উপনির্বাচন বা বিধানসভা নির্বাচন হয়েছে- সেখানে সবসময়ই লড়াইটা হয়েছে দুই দলের মধ্যে। কিন্তু, বিজেপুরা-য় এখন ত্রিশঙ্কু অবস্থা। ওড়িশার এই বিধানসভা আসনটি-তে কংগ্রেস, বিজেডি ও বিজেপি-র মতো জোর লড়াই চলছে। পরিসংখ্যান বলছে গত তিন বিধানসভা নির্বাচনে কংগ্রেসই এই আসনে জয়ী হয়ে আসছে। কিন্তু, এবারের হিসেব যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

Newest First Oldest First
7:38 PM, 24 Feb

বিজেপুর উপনির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের, বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৭২%, তবে বহু বুথে এখনও ভোটদাতাদের লম্বা লাইন রয়েছে বলেও জানা গিয়েছে।
6:54 AM, 24 Feb

২৮ ফেব্রুয়ারি বিজেপুর উপনির্বাচনের গণনা হবে।
6:54 AM, 24 Feb

ওড়িশার মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, স্পর্শকাতর বুথগুলিতে ওয়েবকাস্ট থাকছে। এছাড়াও অন্য়ান্য জেলা থেকে মাইক্রো অবজার্ভার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ভোটের ডিউটিতে মোতায়েন করা হয়েছে।
6:53 AM, 24 Feb

শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওড়িশার নির্বাচনী মুখ্য আধিকারিক সুরেন্দ্র কুমার।
6:53 AM, 24 Feb

তবে, এইখানে ভোট প্রচারে এসে তিন কয়েক আগে নবীন পট্টনায়েককে জুতো খেতে হয়। বক্তৃতা দেওয়ার সময় তাঁর শরীরে এসে লাগে একপাটি জুতো।
6:53 AM, 24 Feb

বিজেপুর আসনটিতে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা শুরু হতেই এখানে পাল্লা দিয়ে ভোট প্রচারে এসেছেন সব ভিভিআইপি-রা। কে ছিলেন না সেই দলে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক থেকে শুরু করে বিজেপির দুই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান এবং জুয়াল ওরাম, কংগ্রেসের সিনিয়র নেতারা।
6:52 AM, 24 Feb

বিজেপুর আসনটিতে যেহেতু ত্রিমুখী লড়াই, তাই বিধানভা ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে আধা সেনা। সেইসঙ্গে স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর বুথগুলিতে বসানো হয়েছে সিসিটিভি।
6:52 AM, 24 Feb

এই আসনে কম করেও ২.২১ লাখ ভোটার রয়েছেন। এই উপনির্বাচনেও নির্বাচন কমিশন ভিভিপ্যাট ব্যবহার করছে।
6:52 AM, 24 Feb

প্রয়াত কংগ্রেস বিধায়ক সুবল সাহু পরপর তিনবার এই আসন থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।
6:52 AM, 24 Feb

কংগ্রেস এই আসনে প্রার্থী করেছে স্থানীয় নেতা প্রণয়া সাহু-কে। বিজেপি প্রার্থী করেছে অশোক পানিগ্রাহীকে।
6:51 AM, 24 Feb

যদিও, উপনির্বাচনে প্রয়াত কংগ্রেস বিধায়ক সুবল সাহুর স্ত্রী রিতা সাহু বিজেডি-র পক্ষ থেকে ভোটে দাঁড়িয়েছেন।
6:51 AM, 24 Feb

২০১৭ সালের অগাস্টে বিজেপুর আসনের কংগ্রেস বিধায়ক সুবল সাহু-র মৃত্যু হয়। এরপর থেকে এই আসনটি বিধায়ক শূন্য অবস্থায় পড়েছিল।

English summary
Security has been beefed up ahead of the Bijepur bypoll in Bargarh district and CCTVs installed in critical and sensitive booths.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X