২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে মহড়া বললে ভুল হয় না। কারণ, লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে ওই সময়ে ওড়িশাতে বিধানসভার ভোটও অনুষ্ঠিত হবে। তাই বিজেপুরের বিধানসভা আসনের উপনির্বাচন ঘিরে এই ধুন্ধুমার পরিস্থিতি।
সম্প্রতি যতগুলি উপনির্বাচন বা বিধানসভা নির্বাচন হয়েছে- সেখানে সবসময়ই লড়াইটা হয়েছে দুই দলের মধ্যে। কিন্তু, বিজেপুরা-য় এখন ত্রিশঙ্কু অবস্থা। ওড়িশার এই বিধানসভা আসনটি-তে কংগ্রেস, বিজেডি ও বিজেপি-র মতো জোর লড়াই চলছে। পরিসংখ্যান বলছে গত তিন বিধানসভা নির্বাচনে কংগ্রেসই এই আসনে জয়ী হয়ে আসছে। কিন্তু, এবারের হিসেব যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
Newest FirstOldest First
7:38 PM, 24 Feb
বিজেপুর উপনির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের, বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৭২%, তবে বহু বুথে এখনও ভোটদাতাদের লম্বা লাইন রয়েছে বলেও জানা গিয়েছে।
6:54 AM, 24 Feb
২৮ ফেব্রুয়ারি বিজেপুর উপনির্বাচনের গণনা হবে।
6:54 AM, 24 Feb
ওড়িশার মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, স্পর্শকাতর বুথগুলিতে ওয়েবকাস্ট থাকছে। এছাড়াও অন্য়ান্য জেলা থেকে মাইক্রো অবজার্ভার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ভোটের ডিউটিতে মোতায়েন করা হয়েছে।
6:53 AM, 24 Feb
শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওড়িশার নির্বাচনী মুখ্য আধিকারিক সুরেন্দ্র কুমার।
6:53 AM, 24 Feb
তবে, এইখানে ভোট প্রচারে এসে তিন কয়েক আগে নবীন পট্টনায়েককে জুতো খেতে হয়। বক্তৃতা দেওয়ার সময় তাঁর শরীরে এসে লাগে একপাটি জুতো।
6:53 AM, 24 Feb
বিজেপুর আসনটিতে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা শুরু হতেই এখানে পাল্লা দিয়ে ভোট প্রচারে এসেছেন সব ভিভিআইপি-রা। কে ছিলেন না সেই দলে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক থেকে শুরু করে বিজেপির দুই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান এবং জুয়াল ওরাম, কংগ্রেসের সিনিয়র নেতারা।
6:52 AM, 24 Feb
বিজেপুর আসনটিতে যেহেতু ত্রিমুখী লড়াই, তাই বিধানভা ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে আধা সেনা। সেইসঙ্গে স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর বুথগুলিতে বসানো হয়েছে সিসিটিভি।
6:52 AM, 24 Feb
এই আসনে কম করেও ২.২১ লাখ ভোটার রয়েছেন। এই উপনির্বাচনেও নির্বাচন কমিশন ভিভিপ্যাট ব্যবহার করছে।
6:52 AM, 24 Feb
প্রয়াত কংগ্রেস বিধায়ক সুবল সাহু পরপর তিনবার এই আসন থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।
6:52 AM, 24 Feb
কংগ্রেস এই আসনে প্রার্থী করেছে স্থানীয় নেতা প্রণয়া সাহু-কে। বিজেপি প্রার্থী করেছে অশোক পানিগ্রাহীকে।
6:51 AM, 24 Feb
যদিও, উপনির্বাচনে প্রয়াত কংগ্রেস বিধায়ক সুবল সাহুর স্ত্রী রিতা সাহু বিজেডি-র পক্ষ থেকে ভোটে দাঁড়িয়েছেন।
6:51 AM, 24 Feb
২০১৭ সালের অগাস্টে বিজেপুর আসনের কংগ্রেস বিধায়ক সুবল সাহু-র মৃত্যু হয়। এরপর থেকে এই আসনটি বিধায়ক শূন্য অবস্থায় পড়েছিল।
6:51 AM, 24 Feb
২০১৭ সালের অগাস্টে বিজেপুর আসনের কংগ্রেস বিধায়ক সুবল সাহু-র মৃত্যু হয়। এরপর থেকে এই আসনটি বিধায়ক শূন্য অবস্থায় পড়েছিল।
6:51 AM, 24 Feb
যদিও, উপনির্বাচনে প্রয়াত কংগ্রেস বিধায়ক সুবল সাহুর স্ত্রী রিতা সাহু বিজেডি-র পক্ষ থেকে ভোটে দাঁড়িয়েছেন।
6:52 AM, 24 Feb
কংগ্রেস এই আসনে প্রার্থী করেছে স্থানীয় নেতা প্রণয়া সাহু-কে। বিজেপি প্রার্থী করেছে অশোক পানিগ্রাহীকে।
6:52 AM, 24 Feb
প্রয়াত কংগ্রেস বিধায়ক সুবল সাহু পরপর তিনবার এই আসন থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।
6:52 AM, 24 Feb
এই আসনে কম করেও ২.২১ লাখ ভোটার রয়েছেন। এই উপনির্বাচনেও নির্বাচন কমিশন ভিভিপ্যাট ব্যবহার করছে।
6:52 AM, 24 Feb
বিজেপুর আসনটিতে যেহেতু ত্রিমুখী লড়াই, তাই বিধানভা ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে আধা সেনা। সেইসঙ্গে স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর বুথগুলিতে বসানো হয়েছে সিসিটিভি।
6:53 AM, 24 Feb
বিজেপুর আসনটিতে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা শুরু হতেই এখানে পাল্লা দিয়ে ভোট প্রচারে এসেছেন সব ভিভিআইপি-রা। কে ছিলেন না সেই দলে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক থেকে শুরু করে বিজেপির দুই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান এবং জুয়াল ওরাম, কংগ্রেসের সিনিয়র নেতারা।
6:53 AM, 24 Feb
তবে, এইখানে ভোট প্রচারে এসে তিন কয়েক আগে নবীন পট্টনায়েককে জুতো খেতে হয়। বক্তৃতা দেওয়ার সময় তাঁর শরীরে এসে লাগে একপাটি জুতো।
6:53 AM, 24 Feb
শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওড়িশার নির্বাচনী মুখ্য আধিকারিক সুরেন্দ্র কুমার।
6:54 AM, 24 Feb
ওড়িশার মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, স্পর্শকাতর বুথগুলিতে ওয়েবকাস্ট থাকছে। এছাড়াও অন্য়ান্য জেলা থেকে মাইক্রো অবজার্ভার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ভোটের ডিউটিতে মোতায়েন করা হয়েছে।
6:54 AM, 24 Feb
২৮ ফেব্রুয়ারি বিজেপুর উপনির্বাচনের গণনা হবে।
7:38 PM, 24 Feb
বিজেপুর উপনির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের, বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৭২%, তবে বহু বুথে এখনও ভোটদাতাদের লম্বা লাইন রয়েছে বলেও জানা গিয়েছে।
Oneindia এর ব্রেকিং নিউজের জন্য . সারাদিন ব্যাপী চটজলদপান.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more