For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিমাচল প্রদেশের ক্ষমতা গেল বিজেপির হাতে, ভোট গণনার আপডেট জেনে নিন

হিমাচল প্রদেশে মোট ৬৮ আসনে এবার বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। কংগ্রেস শাসিত এই রাজ্য গত কয়েক বছর ধরেই বিতর্কে রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

গত কয়েক বছর ধরেই বিতর্কে রয়েছে কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশ। বিশেষ করে কংগ্রেসের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং-এর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে বহুবারই সরগরম হয়েছে এই রাজ্যের রাজনীতি। কিন্তু, তবু কংগ্রেসের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে পারেনি কংগ্রেস বিরোধীরা। কিন্তু, বিধানসভা নির্বাচন ২০১৭-তে এবার সরাসরি কংগ্রেসকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বিজেপি। মোট ৬৮টি আসনের হিমাচল প্রদেশের বিধানসভার ভোটে এবার বিজেপি এগিয়ে বলেও দাবি করা হয়েছে একাধিক বুথ ফেরত সমীক্ষায়। কংগ্রেস নিশ্চিতভাবেই এই রাজ্যের ক্ষমতা খোয়াচ্ছে বলে দাবি করা হয়েছে এই সব সমীক্ষায়।

ভোট গণনার সমস্ত আপডেট পান এখানে

বেলা ১২.৪০: হেরে গিয়েছেন বীরভদ্র সিং-এর ছেলে বিক্রমাদিত্য সিংও।

বেলা ১২.১০: সুজানপুর থেকে নির্বাচনে হেরে গেলেন প্রেমকুমার ধুমল।

বেলা ১২টা: সিমলায় বিজেপি অফিসের সামনে উচ্ছ্বসিত বিজেপি সমর্থকরা।

সকাল ১১.৫৫ মিনিট: বিজেপি এগিয়ে ৪৪ টি আসনে, কংগ্রেস এগিয়ে ২১ টি আসনে, অন্যরা এগিয়ে ৩ টি আসনে।

সকাল ১১.২৫ মিনিট: বিজেপি এগিয়ে ৪৫ টি আসনে, কংগ্রেস এগিয়ে ১৯ টি আসনে, অন্যরা এগিয়ে ৪ টি আসনে।

সকাল ১১.১০ মিনিট: দিল্লিতে বিজেপির সদর দফতরে খুশির হাওয়া।

সকাল ১১.০৫ মিনিট: দুই রাজ্যে দলের এগিয়ে থাকার খবর খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে ঢোকার মুখে দেখালেন ভি চিহ্ন।

সকাল ১১টা: গুজরাত ও হিমাচলে সরকার গঠন করবে বিজেপিই। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

সকাল ১০.৪৫ মিনিট: নির্বাচন কমিশনের ট্রেন্ড অনুযায়ী বিজেপি এগিয়ে ৩৮ টি আসনে, কংগ্রেস এগিয়ে ২২ টি আসনে, অন্যরা এগিয়ে ৫ টি আসনে।

সকাল ১০.৪০ মিনিট: বিজেপি এগিয়ে ৪২ টি আসনে, কংগ্রেস এগিয়ে ২৩ টি আসনে, অন্যরা এগিয়ে ৩ টি আসনে।

সকাল ১০.৩০ মিনিট: বিজেপি এগিয়ে ৪১ টি আসনে, কংগ্রেস এগিয়ে ২২ টি আসনে, সিপিএম এগিয়ে ১ টি আসনে, অন্যরা এগিয়ে ৪ টি আসনে।

সকাল ১০.২৫ মিনিট: বিজেপি এগিয়ে ৪০ টি আসনে, কংগ্রেস এগিয়ে ২২ টি আসনে, সিপিএম এগিয়ে ১ টি আসনে, অন্যরা এগিয়ে ৪ টি আসনে।

সকাল ১০.১৫ মিনিট: বিজেপি এগিয়ে ৩৯ টি আসনে, কংগ্রেস এগিয়ে ২৫ টি আসনে, সিপিএম এগিয়ে ১ টি আসনে, অন্যরা এগিয়ে ৩ টি আসনে।

সকাল ১০.১০ মিনিট: বিজেপি এগিয়ে ৪০ টি আসনে, কংগ্রেস এগিয়ে ২৪ টি আসনে, সিপিএম এগিয়ে ১ টি আসনে, অন্যরা এগিয়ে ৩ টি আসনে।

সকাল ১০.০৫ মিনিট: বিজেপি এগিয়ে ৪১ টি আসনে, কংগ্রেস এগিয়ে ২৩ টি আসনে, সিপিএম এগিয়ে ১ টি আসনে, অন্যরা এগিয়ে ৩ টি আসনে।

সকাল ১০টা: বিজেপি এগিয়ে ৩৯ টি আসনে, কংগ্রেস এগিয়ে ২৫ টি আসনে, সিপিএম এগিয়ে ১ টি আসনে, অন্যরা এগিয়ে ৩ টি আসনে।

সকাল ৯.৫৫ মিনিট: এগিয়ে মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং।

সকাল ৯.৫০ মিনিট: বিজেপি এগিয়ে ৪০ টি আসনে, কংগ্রেস এগিয়ে ২৪ টি আসনে, সিপিএম এগিয়ে ১ টি আসনে, অন্যরা এগিয়ে ৩ টি আসনে।

সকাল ৯.৪৫ মিনিট: পিছিয়ে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেমকুমার ধুমল।

সকাল ৯.৪০ মিনিট: ১৩১৬ ভোটে এগিয়ে মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং-এর ছেলে বিক্রমাদিত্য।

সকাল ৯.৩৫ মিনিট: বিজেপি এগিয়ে ৪১ টি আসনে, কংগ্রেস এগিয়ে ২৫ টি আসনে, অন্যরা এগিয়ে ২ টি আসনে।

সকাল ৯.৩০ মিনিট: বিজেপি এগিয়ে ৩৮ টি আসনে, কংগ্রেস এগিয়ে ২৬ টি আসনে, অন্যরা এগিয়ে ২ টি আসনে।

সকাল ৯.২৫ মিনিট: বিজেপি এগিয়ে ৪০ টি আসনে, কংগ্রেস এগিয়ে ২২ টি আসনে, অন্যরা এগিয়ে ২ টি আসনে।

সকাল ৯.২০ মিনিট: বিজেপি এগিয়ে ৩৬ টি আসনে, কংগ্রেস এগিয়ে ২২ টি আসনে, অন্যরা এগিয়ে ১ টি আসনে।

সকাল ৯.১৫ মিনিট: বিজেপি এগিয়ে ২৮ টি আসনে, কংগ্রেস এগিয়ে ১৪ টি আসনে, অন্যরা এগিয়ে ২ টি আসনে।

সকাল ৯.১০ মিনিট: বিজেপি এগিয়ে ২৬ টি আসনে, কংগ্রেস এগিয়ে ১২ টি আসনে, অন্যরা এগিয়ে ১ টি আসনে।

সকাল ৯.০৫ মিনিট: বিজেপি এগিয়ে ২২ টি আসনে, কংগ্রেস এগিয়ে ১২ টি আসনে, অন্যরা এগিয়ে ১ টি আসনে।

সকাল ৯টা: বিজেপি এগিয়ে ২১ টি আসনে, কংগ্রেস এগিয়ে ১১ টি আসনে, অন্যরা এগিয়ে ১ টি আসনে।

বারানসিতে মোদীর ছবিকে ঘিরে যজ্ঞ

সকাল ৮.৫৫ মিনিট: বিজেপি এগিয়ে ১৮ টি আসনে, কংগ্রেস এগিয়ে ১০ টি আসনে, অন্যরা এগিয়ে ২ টি আসনে।

সকাল ৮.৫০ মিনিট: বিজেপি এগিয়ে ১৬ টি আসনে, কংগ্রেস এগিয়ে ১০ টি আসনে, অন্যরা এগিয়ে ২ টি আসনে।

সকাল ৮.৪০ মিনিট: বিজেপি এগিয়ে ৯ টি আসনে, কংগ্রেস এগিয়ে ৭ টি আসনে, অন্যরা এগিয়ে ২ টি আসনে। সিমলার কাসুমটি কেন্দ্রে ইভিএম-এ গণনার কাজ শুরু।

সকাল ৮.৩৫ মিনিট: বিজেপি এগিয়ে ১১ টি আসনে, কংগ্রেস এগিয়ে ৬ টি আসনে।

সকাল ৮.৩০ মিনিট: নাহান আাসনে এগিয়ে বিজেপির রাজীব বিন্দাল। ইভিএম-এর গণনার কাজ শুরু।

সকাল ৮.২৫ মিনিট: ১৩ টি কেন্দ্রে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ৪ টি কেন্দ্রে।

সকাল ৮.২০ মিনিট: সিমলার কাসুমটি গণনা কেন্দ্র।

সকাল ৮.১৫ মিনিট: ২ টি কেন্দ্রে এগিয়ে বিজেপি, ১ টি কেন্দ্রে এগিয়ে কংগ্রেস।

সকাল ৮.১০ মিনিট: প্রথম ফল, এগিয়ে বিজেপি।

সকাল ৮.০৫ মিনিট: পোস্টাল ব্যালট গণনার কাজ শুরু।

সকাল ৮ টা: ৪২ টি কেন্দ্রে শুরু ভোট গণনার কাজ।

সকাল ৭.৪৫ মিনিট: প্রেমকুমার ধুমলের সঙ্গে নরেন্দ্র মোদী।

সকাল ৭.৩৫ মিনিট: হিমাচলে চলছে ভোটগণনার প্রস্তুতি।

সকাল ৭.১৫ মিনিট: যদি কংগ্রেস এবারের ভোটে জিতে যায় এবং বীরভদ্র সিং মুখ্যমন্ত্রী হন, তাহলে তিনি পঞ্চম বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন।

সকাল ৭ টা: হিমাচলে ৬৮ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩৭ জন প্রার্থী।

সকাল ৬.৪৫ মিনিট: ভোট গণনা শুরু সকাল ৮ টা থেকে।

মোদীর চালে কি হিমাচলে মাত খাচ্ছেন রাহুল, কী বলছে গণনার ফল

৫ বছর পরপর ক্ষমতা বদল হয় হিমাচলে। কংগ্রেস টানা ক্ষমতায় থাকার পর ১৯৯০ সালে হিমাচলে ক্ষমতায় আসে বিজেপি। কংগ্রেস ফের ক্ষমতায় আসে ১৯৯৩ সালে। ১৯৯৮-এ হিমাচল বিকাশ কংগ্রেসকে সঙ্গে নিয়ে ফের ক্ষমতার আসে বিজেপি। কংগ্রেস ক্ষমতায় ফেরে ২০০৩-এ। আর বিজেপি আবার ক্ষমতায় আসে ২০০৭-এ।

মোদীর চালে কি হিমাচলে মাত খাচ্ছেন রাহুল, কী বলছে গণনার ফল

অন্যদিকে, মুখ্যমন্ত্রীত্বের লড়াই বিজেপির প্রেমকুমার ধুমলের সঙ্গে লড়াই কংগ্রেসের বীরভদ্র সিং-এর। যা চলছে ১৯৯৮ সাল থেকে। দুজনেই জননেতা। দল এবং দলের বাইরে বহু মানুষের সমর্থন রয়েছে দুই নেতার পিছনেই।

মোদীর চালে কি হিমাচলে মাত খাচ্ছেন রাহুল, কী বলছে গণনার ফল

হিমাচলে রাজ পরিবারের সদস্য বীরভদ্র সিং। যিনি পরিচিত রাজা সাহেব হিসেবে। শোনা যায়, এবারের নির্বাচনের আগে রাহুল গান্ধী বাধ্য হয়েই বীরভদ্র সিংকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করতে বাধ্য হন। কেননা ২৭ জন বিধায়ককে নিয়ে তিনি দল ভাঙানোর হুমকি দিয়েছিলেন।

অপর দিকে, বিজেপির অটোমেটিক চয়েস ছিলেন প্রেমকুমার ধুমল। একসময়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে জেপি নাড্ডার নাম উঠলেও, দলীয় নেতৃত্ব প্রেমকুমার ধুমলকেই বেছে নেয়।

মোদীর চালে কি হিমাচলে মাত খাচ্ছেন রাহুল, কী বলছে গণনার ফল

হিমাচলের রাজনীতিতে রাজপুতদেরই আধিপত্য। মোট জনসংখ্যার ৩৮ শতাংশই হলেন রাজপুর। প্রেমকুমার ধুমল এবং বীরভদ্র সিং উভয়েই রাজপুত সম্প্রদায়ের। এছাড়াও রয়েছেন দলিত সম্প্রদায়ের ২৬ শতাংশ এবং ব্রাহ্মণ ১৮, অন্যান্য ১৬.৫ শতাংশ, মুসলিম ২ শতাংশ এবং গাড্ডি সম্প্রদায়ের ১.৫ শতাংশ।

বিজেপির দাবি, এবারের ভোটে তারা রাজপুত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, ভানিয়াদের পুরো সমর্থন তাদের দিকেই। যাঁদের সংখ্যাটা মোট জনসংখ্যার ৫০ শতাংশের বেশি।

English summary
Himachal Pradesh has 68 assembly seats. Congress ruled this state is in controversy for last couple of years due to the corruption charges of acting CM of Congress Birbhadra Singh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X