For Quick Alerts
For Daily Alerts
LIVE নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে উত্তাল দেশ : বৈচিত্র্যে একতাই ভারতের বৈশিষ্ট, বললেন মোদী
নাগরিকত্ব বিলের সমর্থনে এবার প্রচার চালাবে বিজেপি। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে জানালেন বিেজপি নেতা ভূপিন্দর যাদব। তিনি জানিয়েছেন আগামী ১০ দিনের মধ্যে সিএএ-র সমর্থনে গোটা দেশে প্রচার শুরু করা হবে। ৩ কোটি বাসিন্দার সঙ্গে নাগরিকত্ব বিলের সমর্থনে প্রচার চালানো হবে। প্রায় ২৫০টি জায়গায় এই বিলের সমর্থনে সাংবাদিক বৈঠক করবে বিজেপি। এদিকে আজ দিল্লির রামলীলা ময়দানে ভাষণ রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোনও রকম অশান্তি ঠেকাতে সেখানে ইতিমধ্যেই কড়া পুলিশি প্রহড়া চলছে। আটোসাঁটো রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা আইন নিয়ে দেশের আরও খবরের লাইভ আপডেট জানতে চোখ রাখুন :
Newest First Oldest First
নরেন্দ্র মোদী : ৭০ বছর ধরে এই বিষয়টি বাস্তবায়িত হয়নি। যারা ভ্রমিত আছেন তারা আমার কথা বিশ্বাস না করুক। তবে আমি যাদের নাম নিচ্ছি তাদের কথা তো বিশঅবাস করুন। ২০০৩ সালে মনমোহন সিং সংসদে বলেছিলেন, আমাদের দেশে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আসছে। তাদের আস্থার কারণে তাদের এদেশে আসতে হচ্ছিল, তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দিয়ে দেওয়া হোক।
READ MORE