For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে উত্তাল দেশ : রবিবার প্রতিবাদে দিল্লির রাস্তায় কংগ্রেস

Google Oneindia Bengali News

সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে হিংসা উত্তর প্রদেশে। সিক্রবার নতুন করে ১৪ টি জায়গায় হিংসা ছড়ায়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের জেরে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছেন। অন্যদিকে এই একই কারণে সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭। এদিকে দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী হিংসায় যুক্ত থাকার অভিযোগে ৮ নাবালক-সহ ৪০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে আটকদের মুক্ত করার দাবিতে দিল্লি পুলিশের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয়। দেখুন নাগরিকত্ব আইন সংক্রান্ত দিনের আরও খবরের লাইভ আপডেট :

LIVE নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে উত্তাল দেশ

Newest First Oldest First
7:10 PM, 21 Dec

নাগরিকত্ব সংশোধন আইনের প্রতিবাদে রবিবার দিল্লির রাস্তায় বড়সড় প্রতিবাদে নামছে কংগ্রেস।
4:58 PM, 21 Dec

অকথ্য গালি-গালাজ! লখনউতে সাংবাদিকের দাড়ি উপড়ে নেওয়ার হুমকি পুলিশের!অভইযওগ সাংবাদিকের।
4:57 PM, 21 Dec

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে কেন্দ্রকে আক্রমণ মায়াবতীর। টুইটে তিনি লিখেছেব মোদী সরকারের উচিত এই একরোখা সিদ্ধান্ত প্রত্যাহার করা। এরআরসির সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার কথাও টুইটে উল্লেখ করেেছন মায়াবতী।
4:55 PM, 21 Dec

নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তরপ্রদেশে মৃতের সংখ্যা বেড়ে হল ১৫, রামপুরে নতুন করে মৃত ১
4:55 PM, 21 Dec

বিহারে আরজেডির সিএএ বিরোধী সভা থেকে প্রায় ১০০০ লোককে আটক।
4:38 PM, 21 Dec

দরিয়াগঞ্জে বিক্ষওভের নামে হিংসা ছড়ানোর দায়ে ধৃতদের তিস হাজারি কোর্টে হাজির করা হল।
4:37 PM, 21 Dec

সিএএ নিয়ে বিজেপি নেতাদের বৈঠক দিল্লিতে। সভাপতিতত্ব করেন দলের কার্যকরী সভাপতি জেপি নাড্ডা।
4:36 PM, 21 Dec

কর্নাটকের কালাবুরাগিতে পুলিশ ও নিরপত্তারক্ষীদের রুটমার্চ।
4:35 PM, 21 Dec

উত্তরপ্রদেশের রামপুরে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ।
4:34 PM, 21 Dec

রাজ্য জুড়ে অগণতান্ত্রিক আন্দোলনকে গণতান্ত্রিক পথে ফেরাতে অবস্থান-বিক্ষোভ হাঁসন বিধানসভার কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদের।
4:30 PM, 21 Dec

সিএএ নিেয় পরবর্তী রূপরেখা স্থির করতে আর কিছুক্ষণে কোর কমিটির বৌঠকে বসতে চলেছে কংগ্রেস।
4:29 PM, 21 Dec

সিএএ বিরোধী বিক্ষোভ প্রদর্শন করায় আলিগড় মুসলিম ইউনিভার্সিটির তিন ছাত্রকে আটক করল উত্তরপ্রদেশ পুলিশ।
4:27 PM, 21 Dec

নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯-এর প্রতিবাদে শহরের রাজপথে মিছিল করল বামপন্থী সংগঠনগুলির যৌথ ফোরাম। রেড স্টার, পিপলস্ ব্রিগেড সহ সাতটি বামপন্থী দল আজ মিছিল করল মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত।
4:23 PM, 21 Dec

উত্তরাখণ্ডে সিএএ বিরোধী বিক্ষোভে সাধারণ মানুষ।
2:36 PM, 21 Dec

কেরলের কোঝিকোড়ে সিএএ বিরোধী বিক্ষোবভকারীদের ঠেকালে জলকামান ব্যবহার পুলিশের।
2:35 PM, 21 Dec

পাটনায় সিএএ বিরোধী সমাবেশে পৌঁছালেন তেজস্বী যাদব।
2:35 PM, 21 Dec

চেন্নাইতে সিএএ বিরোধী বিক্ষোভ জারি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের।
2:34 PM, 21 Dec

ভিম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।
2:33 PM, 21 Dec

নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে মৃত্যু ১১ জনের, উত্তর প্রদেশে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল
2:32 PM, 21 Dec

দুপুর তিনটে থেকে ৬টা পর্যন্ত কার্ফু শিথিল করা হল ম্যাঙ্গালোরে।
2:32 PM, 21 Dec

এনআরসি হলে আমি সেই রেজিস্টারে সই করব না বলে জানিয়ে দিলেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভপেশ ভাগেল।
2:31 PM, 21 Dec

দিল্লির জামি মিলিয়ার সামনে সিএএ বিরোধী বিক্ষোভ সমাবেশ।
2:30 PM, 21 Dec

দিল্লিতে সিএএ বিরোধী বিক্ষোভে শামিল হওয়ায় আটক আইনজীবীদের সঙ্গে দেখা করতে চেয়ে দায়রা আদালতে আবেদন অন্য আইনজীবীদের।
2:29 PM, 21 Dec

পাটনায় সিএএ বিরোধী আরজেডি মিছইলে বাচ্চারা।
12:56 PM, 21 Dec

উত্তরপ্রদেশের রামপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল প্রশাসন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে এই সিদ্ধান্ত।
11:40 AM, 21 Dec

পাটনায় পুলিশের ব্যারিকেড ভাঙল সিএএ বিরোধী বিক্ষোভকারীরা।
11:33 AM, 21 Dec

সরকারি ভাবে দিল্লি পুলিশের বক্তব্য : পুলিশ সূত্রে খবর, আটক হওয়া ৪০ জনের মধ্যে আট জন কিশোর। এদের মধ্যে চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে। কয়েকজনের হাতে চোট লেগেছে। একজনের মাথায় চোট লেগেছে। তাঁকে লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভরতি করা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এখনও চার-পাঁচ জন কিশোর থানায় রয়েছে। তাদের অভিভাবকরা থানায় এলে তবেই ছাড়া হবে। আট পুলিশ সহ ৩৬ জন কম বেশি চোট পান। তাঁদের লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
11:29 AM, 21 Dec

গতকাল দরিয়াগঞ্জে হিংসার ঘটনায় যুক্ত থাকার দায়ে দিল্লি পুলিশ ১০জনকে গ্রেফতার করেছে।
11:27 AM, 21 Dec

চেন্নাইতে বামপন্থী দলের সিএএ বিরোধী বিক্ষোভ প্রদর্শন।
10:50 AM, 21 Dec

সনিয়া গান্ধীরা সিএএ ও এনআরসি নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন, অভিযোগ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের।
READ MORE

English summary
live breaking news updates on caa protest of 21th December 2019 of West Bengal, Kolkata and India in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X