For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জনগণনাতে থাকবে কোন ৩১টি প্রশ্ন? এনপিআর নিয়ে উত্তেজনার মাঝেই প্রশ্নাবলী চূড়ান্ত করল কেন্দ্র!

Google Oneindia Bengali News

চলতি বছরেই শুরু হতে চলেছে দেশের জনগণনার কাজ। কেন্দ্র সরকারের তরফে আজ জানানো হয়, ১ এপ্রিল থেকে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে জনগণনার কাজ চলবে। সিএএ, এনপিআর ও এনআরসি নিয়ে ইতিমধ্যেই বিক্ষোভ প্রদর্শন চলছে সারা দেশে। একের পর এক রাজ্যে যেখানে সিএএ বিরোধী রেজোলিউশন পাশ হচ্ছে সেমনই সুর চড়ছে এনআরসি ও এনপিআরের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে সেনসাসের জন্য স্থির করা প্রশ্ন তালিকা প্রকাশ করল কেন্দ্র।

এনপিআর-এর বিরোধিতায় বেশ কয়েকটি রাজ্য

এনপিআর-এর বিরোধিতায় বেশ কয়েকটি রাজ্য

এনপিআর-এর প্রক্রিয়া বন্ধ করার পক্ষে গলা চড়িয়েছে বেশ কয়েকটি রাজ্য। কেন্দ্রকে অস্বস্তিতে ফেলে এনআরসি বিরোধী রেজোলিউশন পাশ করেছে শরিক জেডিইউ। এই পরিস্থিতিতে জনগণনার প্রশ্নাবলীর উপর বিশেষ নজর রাখার কথা উঠছিল বিভিন্ন মহলে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এনপিআর-এর তথ্যগুলি জনগণনা থেকেই সংগ্রহ করতে পারে কেন্দ্র। এই আবহেই জনগণনা সংক্রান্ত প্রশ্নাবলী প্রকাশ করল কেন্দ্র।

বাড়ির বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকবে সেনসাসে!

বাড়ির বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকবে সেনসাসে!

জানা গিয়েছে, প্রশ্নাবলীর মধ্যে থাকবে স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া বাড়ির নম্বর বা ঠিকানা, সেনসাস হাউস নম্বর, বাড়ির দেওয়াল, ছাদ, মেঝে বা তলের মূল নির্মাণ সামগ্রী, বাড়ির কেমন অবস্থা, বাড়িতে মোট কতজন বসবাস করেন, বাড়ি বা পরিবারের কর্তার নাম, তাঁর লিঙ্গ কী, তাঁর জাত কী ইত্যাদি।

জ্বালানি সংযোগের ধরন নিয়ে প্রশ্ন থাকবে সেনসাসে

জ্বালানি সংযোগের ধরন নিয়ে প্রশ্ন থাকবে সেনসাসে

এছাড়াও জানতে চাওয়া হবে সেনসাসের আওতাভুক্ত বাড়ির মালিকানার কী অবস্থা, কতগুলি থাকার ঘর আছে, কতজন বিবাহিত সদস্য আছেন, পানীয় জল, বিদ্য়ুত্ সরবরাহ হয় কোথা থেকে, শৌচাগার আছে কিনা, কী ধরনের শৌচাগার আছে, বর্জ্য বেরনোর কী ব্যবস্থা আছে, স্নানের সুবিধা আছে কিনা, রান্নাঘর ও এলপিজি বা পিএনজি সংযোগ আছে কিনা, রান্নাবান্না হয় কী ধরনের জ্বালানিতে, বাইসাইকেল, স্কুটার, মোটরসাইকেল, ভ্যান আছে কিনা, কী ধরনের শস্যদানা পরিবারে খাওয়া হয় ইত্যাদি।

সেনসাসে চাওয়া হতে পারে আপনার মোবাইল নম্বর!

সেনসাসে চাওয়া হতে পারে আপনার মোবাইল নম্বর!

এদিকে সেনসাস সংক্রান্ত যোগাযোগের জন্য মোবাইল নম্বরও চাওয়া হবে বলে জানা গিয়েছে। এছাড়া , বাড়িতে রেডিও বা ট্রানজিস্টর, টেলিভিশন, ইন্টারনেট সংযোগ, ল্য়াপটপ বা কম্পিউটার, টেলিফোন, মোবাইল, স্মার্টফোন আছে কিনা তাও জিজ্ঞাসা করা হবে।

English summary
list of the 31 questions centre goimg to ask during census 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X