For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের করোনা ভাইরাস হটস্পটজোনগুলি কোথায়? দেখে নিন একনজরে

Google Oneindia Bengali News

কোরোনা ভাইরাসে সংক্রমিত ভারতের প্রায় প্রতিটি কোণ ৷ দেশের যে অংশগুলি কোরোনা ভাইরাসে বেশি প্রভাবিত, সেই স্থানগুলি চিহ্নিত করা হয়েছে হটস্পট জোন হিসাবে৷ মোট ২৫টি রাজ্যের ১৭০টি জেলা হটস্পট বা রেড জ়োন হিসাবে চিহ্নিত৷ দেশে মোট কোরোনা ভাইরাসে আক্রান্তের ১৩.৮ শতাংশই মহারাষ্ট্রের বাসিন্দা৷ এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়েছেন ৭৬২৮ জন৷ মহারাষ্ট্রে হটস্পট জ়োনগুলি হল মুম্বই ও তার পার্শ্ববর্তী এলাকা, পুনে, ঔরঙ্গাবাদ, সাংগলি, নাগপুর, নাসিক,থানে, বুলধানা, আহমেদ নগর, ইভাতামল৷

দিল্লি-উত্তরপ্রদেশের হটস্পট

দিল্লি-উত্তরপ্রদেশের হটস্পট

এরপরেই তালিকায় রয়েছে দিল্লির নাম৷ এখানে আক্রান্তের সংখ্যা ৩০০০ জনেরও বেশি৷ নয়াদিল্লি সহ দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম, দক্ষিণ-উত্তর, পশ্চিম, উত্তর দিল্লি ও শাহদারাকে হটস্পট হিসাবে ঘোষণা করা হয়েছে৷ এছাড়া উত্তরপ্রদেশেও কোরোনা আক্রান্তের সংখ্যা ২০০০ পেরিয়েছে৷ সংক্রমণ রুখতে নয়ডা, মিরাট, গৌতমবুদ্ধ নগর, আগ্রা, লখনউ, ফিরোজাবাজ, শামলি, মোরাদাবাদ, সাহারানপুর ও গাজিয়াবাদকে হটস্পট হিসাবে ঘোষণা করা হয়েছে৷

কেরল-তামিলনাড়ুতে হটস্পট

কেরল-তামিলনাড়ুতে হটস্পট

ভারতে কেরলেই প্রথম কোরোনা ভাইরাসের সংক্রমণ হয়৷ বর্তমানে রাজ্যে আক্রান্তদের সুস্থ হওয়ার হার বেশি হলেও নতুনভাবে সংক্রমণ রুখতে কাসারাগড়, কন্নুর, মাল্লাপুরম, এরনাকুলাম ও তিরুবনন্তপুরমকে হটস্পট হিসাবে ঘোষণা করা হয়েছে৷ তামিলনাড়ুতে রাজ্যে হটস্পট হিসাবে চিহ্নিত হয়েছে চেন্নাই, কোয়েম্বাটোর, ভেলোর, মাদুরাই, কন্যকুমারি, সালেম, তিরুপুর ইত্যাদি৷

তেলাঙ্গানা-কর্নাটকে হটস্পট

তেলাঙ্গানা-কর্নাটকে হটস্পট

তেলাঙ্গানাতেও আক্রান্তের সংখ্যা এক হাজার ছুঁতে চলেছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন বৃদ্ধি করেছেন ৭মে অবধি৷ তেলাঙ্গানার হটস্পট জোন হিসাবে চিহ্নিত হয়েছে হায়দরাবাদ, ওয়ারাঙ্গাল, নিজামাবাদ, রাঙ্গারেড্ডি, গাড়ওয়াল, করিমনগর ইত্যাদি৷ কর্নাটকেও রয়েছে তিনটি হটস্পট৷ বেঙ্গালুরু, মাইসুরু ও বেলাগাভি-এই তিনটি স্থান হটস্পট৷

অন্ধ্রপ্রদেশে হটস্পট জোনের সংখ্যা অনেক বেশি

অন্ধ্রপ্রদেশে হটস্পট জোনের সংখ্যা অনেক বেশি

অন্ধ্রপ্রদেশে আবার হটস্পট জোনের সংখ্যা অনেক বেশি৷ কুরনুল, নেল্লোর, গুন্টুর, প্রকাশম, বিশাখাপটনম, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী, চিত্তুর, অনন্তপুর হটস্পট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে৷

কেমন আছে গুজরাত?

কেমন আছে গুজরাত?

আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানেই রয়েছে গুজরাত৷ আহমেদাবাদ, সুরাত, ভাদোদরা, রাজকোট, ভাবনগরকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে৷ এদিকে রাজস্থানে ভিলওয়াড়া, জয়পুর, যোধপুর, জয়সলমেড়, টঙ্ক, কোটা, বিকানির, ভরতপুর, বংশওয়াড়া, ঝালাওয়ার জেলাকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে৷ মধ্যপ্রদেশের ভোপাল, ইন্দোর, উজ্জয়ন, খারগন ও হোসাঙ্গাবাদকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে৷

পশ্চিমবঙ্গের হটস্পট

পশ্চিমবঙ্গের হটস্পট

পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর মেদিনীপুর, উত্তর ২৪ পরগনাকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে৷ বিহারে কেবল সিয়ন জেলাকেই হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে৷ ওড়িশার খুরদাও হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে ৷

চণ্ডীগড়-জম্মু সহ উত্তর ভারতের হটস্পট

চণ্ডীগড়-জম্মু সহ উত্তর ভারতের হটস্পট

এদিকে সম্পূর্ণ চণ্ডীগড়কেই হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে৷ হরিয়ানার গুরুগ্রাম, পালওয়াল, ফরিদাবাদকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে৷ জম্মু-কাশ্মীরে হটস্পট হিসাবে জম্মু, উধমপুর, শ্রীনগর, বান্দিপুরা, বারামুল্লা ও কুপওয়াড়াকে চিহ্নিত করা হয়েছে৷ পঞ্জাবের জলন্ধর, পাঠানকোট, শহিদ ভগত সিং নগরকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে৷ উত্তরাখণ্ডের দেরাদুনকেও হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে৷

English summary
list of coronavirus hotspot zones in india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X