For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিদাম্বরমের পর কে, প্রশ্ন ঘুরছে কংগ্রেসের অন্দরে! কেন্দ্রীয় তদন্তের নিশানায় যেসব শীর্ষ নেতা-নেত্রীরা

চিদাম্বরমের গ্রেফতারি পদ্ধতি মেনে হয়নি কিংব যেভাবে গ্রেফতার করা হয়েছে, তাতে রাজনীতির একটা ছাপ স্পষ্ট। অভিযোগ কংগ্রেসের।

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমের গ্রেফতারি পদ্ধতি মেনে হয়নি কিংবা যেভাবে গ্রেফতার করা হয়েছে, তাতে রাজনীতির একটা ছাপ স্পষ্ট। এমনই অভিযোগ কংগ্রেসের। যদিও কংগ্রেস শীর্ষ নেতৃত্বের অনেকেই বর্তমানে আইনি বেড়াজালে রয়েছেন এবং এই মুহুর্তে জামিনে রয়েছেন।

জামিনে রয়েছেন যাঁরা

জামিনে রয়েছেন যাঁরা

কংগ্রেস শীর্ষ নেতৃত্বের যাঁরা জামিনে রয়েছেন তাঁদের তালিকাটা বেশ দীর্ঘ। তবে তালিকার শুরুতেই নাম করা যেতে পারে সভাপতি সনিয়া গান্ধীর নাম।
এরপরেই রাহুল গান্ধী। তালিকায় রয়েছেন কেরলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। ন্যাশনাল হেরল্ড মামলায় জামিনে রয়েছেন সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী।

স্ক্যানারে রয়েছেন যাঁরা

স্ক্যানারে রয়েছেন যাঁরা

এছাড়াও যাঁরা স্ক্যানারে রয়েছেন, তাঁরা হলেন, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং, উত্তর প্রদেশের প্রাক্তন কংগ্রেস সভাপতি রাজ বব্বর, হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং, কংগ্রেসের প্রাক্তন ট্রেজারার মতিলাল ভোরা, পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী নভজ্যোত সিং সিধু।

ন্যাশনাল হেরল্ড মামলা

ন্যাশনাল হেরল্ড মামলা

ন্যাশনাল হেরল্ড মামলায় প্রথম যে দুটি নাম উল্লেখযোগ্য, তাঁরা হলেন সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। তাঁদের মাধ্যমে বহু কোটি হাতবদল হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে এই মামলায় অন্যতম অভিযুক্ত মতিলাল ভোরা।

English summary
The list of Congress leaders who are out on bail is very long and it involves interim Congress chief Sonia Gandhi, her son Rahul, its Kerala MP Shashi Tharoor and many others.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X