For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাউদ ইব্রাহিমের সম্পত্তি কিনতে চায় হিন্দু মহাসভা, বিস্মিত অনেকেই

১৯৯৩ সালের মুম্বই হামলার মূলচক্রী দাউদ ইব্রাহিম কাসকরের একটি সম্পত্তি ১৪ নভেম্বর নিলামে তোলা হবে।

  • |
Google Oneindia Bengali News

আন্ডারওয়ার্ল্ড ডন তথা ১৯৯৩ সালের মুম্বই হামলার মূলচক্রী দাউদ ইব্রাহিম কাসকরের একটি সম্পত্তি ১৪ নভেম্বর নিলামে তোলা হবে। হিন্দু মহাসভা সেই সম্পত্তি কিনতে চেয়ে নাম লিখিয়েছে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে, সুপ্রিম কোর্টের এক আইনজীবীও এই তালিকায় রয়েছেন।

দাউদ ইব্রাহিমের সম্পত্তি কিনতে চায় হিন্দু মহাসভা, বিস্মিত অনেকেই

[আরও পড়ুন:এই কারণে দাউদকে এবার সিগারেট বিক্রির পথে নামাতে চায় আইএসআই][আরও পড়ুন:এই কারণে দাউদকে এবার সিগারেট বিক্রির পথে নামাতে চায় আইএসআই]

সরকার দাউদের সম্পত্তি বিক্রি করতে সম্প্রতি বিজ্ঞাপন দেয়। মুম্বই ও হায়দরাবাদে সম্পত্তি নিলাম হবে। এর মধ্যে চর্চিত পাকমোরিয়া স্ট্রিটের বাসস্থানও রয়েছে। এছাড়া ইয়াকুব স্ট্রিটের শবনম গেস্ট হাউস সহ একাধিক জায়গা রয়েছে।

দাউদের সম্পত্তি নিলামের বিজ্ঞাপনে বলা হয়েছে, মাঝগাঁওয়ে পার্ল হার্বারের ফ্ল্যাট, ৬০০ বর্গমিটারের প্লট ঔরঙ্গাবাদে ও দাদরিওয়ালা চালে ঘরও নিলাম হবে।

২০১৫ সালে হোটেল রৌনক আফরোজ ৪.২৮ কোটি টাকায় নিলাম হয়। তবে নিলামকারী তখন পুরো টাকা যোগাতে পারেননি। যারা ইচ্ছুক তাদের আবেদনপত্র ১০ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে। সঙ্গে ফেরতযোগ্য ১৫ হাজার টাকাও দিতে হবে। তবে হিন্দু মহাসভার মতো সংস্থা দাউদের সম্পত্তি কেনার জন্য ঝাঁপানোয় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

[আরও পড়ুন:দাউদ ইব্রাহিম রয়েছে পাকিস্তানেই, সামনে এল সবচেয়ে বড় প্রমাণ][আরও পড়ুন:দাউদ ইব্রাহিম রয়েছে পাকিস্তানেই, সামনে এল সবচেয়ে বড় প্রমাণ]

English summary
List of Dawood properties to be auctioned: Hindu Mahasabha in list of bidders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X