For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মদের দোকান খোলার সঙ্গে সঙ্গে টুইটারে হ্যাশট্যাগ দিয়ে ছবি দেওয়ার ট্রেন্ড শুরু হল

মদের দোকান খোলার সঙ্গে সঙ্গে টুইটারে হ্যাশট্যাগ দিয়ে ছবি দেওয়ার ট্রেন্ড শুরু হল

Google Oneindia Bengali News

চলছে তৃতীয় মেয়াদের লকডাউন। কিন্তু দিল্লি থেকে বেঙ্গালুরু, কলকাতা থেকে মুম্বই সোমবার মেট্রো শহরগুলিতে মদের দোকান খোলায় এই লকডাউনের মধ্যেই সেখানে বিশাল লাইন দেখা গেল। একদিনেই টুইটারে হ্যাশট্যাগ মদের দোকানের ছবি ট্রেন্ডে পরিণত হল। সকলেই টুইটারে মদের দোকানের বাইরে মানুষের লাইনের ছবি দিয়েছেন।

মদের দোকান খোলার সঙ্গে সঙ্গে টুইটারে হ্যাশট্যাগ দিয়ে ছবি দেওয়ার ট্রেন্ড শুরু হল


একই দশা গুগলেরও। গুগলে অনেকেই সার্চ করছেন '‌নিকটস্থ মদের দোকান’‌–এর বা '‌এখন আমার কাছাকাছি কোন মদের দোকান খোলা’‌, অথবা '‌দিল্লিতে মদোর দোকান খোলা’‌ বা '‌মুম্বইতে মদের দোকান খোলা’‌। এগুলি গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে সোমবার। লকডাউনের ৪২ দিন পর দিল্লিতে মদের দোকান খোলা হয়। লম্বা লাইন দেখা দেয় বুরারি, ময়ূর বিহার, গান্ধী বিহার, রোহিনী ও জনকপুরিতে। পুলিশ ভিড় সামলাতে লাঠিচার্জও করে। তবে সামাজিক দুরত্ব না মানার কারণে কর্তৃপক্ষ অনেক দোকানই বন্ধ করে দেয়।

মদের দোকানের বাইরে লম্বা লাইন দেখা যায় বেঙ্গালুরু, কলকাতা ও বাণিজ্য নগরী মুম্বইতে। মানুষ দোকান খোলার আগে থেকেই অপেক্ষা করছিলেন সেখানে। মধ্যপ্রদেশের রতলামে মদ কিনতে গিয়ে প্রাণ হারান চারজন। ২ জন আরও হাসপাতালে জীবনের সঙ্গে লড়াই করছেন।

English summary
liqure shop open on monday no 1 trend in twitter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X