For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমরা কি মদ খাব না.. খাব না আমরা মদ'! লকডাউনে দেশের অকাল 'উৎসব' নিয়ে নেট দুনিয়ায় মিমের ঝড়

'মদ আমরা খাবনা, খাব না আমরা মদ'! লকডাউনে দেশের অকাল 'উৎসব' নিয়ে নেট পাড়ায় মিমের ঝড়

  • |
Google Oneindia Bengali News

ঠিক যেন উৎসব। অনেকটা ঠিক ওই দুর্গাপুজোর মহাপঞ্চমীর সকালের মতো! দেশ যেখানে করোনার মতো অতিমারীর সঙ্গে লড়ছে, যেখানে রোগকে রোখার একমাত্র অস্ত্র সোশ্যাল ডিসটেন্সিং, সেখানে কার্যত লকডাউনের মধ্যে উৎসবের উত্তেজনা সঙ্গে নিয়ে এদিন মদের দোকান খোলায় ভারতের দিকে দিকে লম্বা লাইন দএখা দেয়। আর লাইন মানেই জমায়েত, আর জমায়েত মানেই সেখানে আর সোশ্যাল ডিসটেন্সিং এর ধার ধারেননি কেউই! এদিকে, সোশ্যাল মিডিয়া এই লকডাউনের মধ্যে হঠাৎ করে গড়ে ওঠা উৎসব নিয়ে মশকরা করতে ছাড়েনি!

করোনার সঙ্গে তুলনা

অন্ধ্রপ্রদেশে এদিন, সকাল থেকেই উৎসবের আবহ। রীতিমতো বাজি ফাটিয়ে এদিন সেখানে মদের দোকান খোলা ঘিরে উৎসব পালিত হয়। আর তার জেরে এই মিম উঠে এসেছে।

রেড জোন ও ..

অনেকেই সকাল থেকে দিকে দিকে মদের দোকানের সামেন নিয়ম ভাঙা লাইন দেখে এমন একটি মিমি পোস্ট করেছেন।

রবি শাস্ত্রী প্রসঙ্গে!

ভারতীয় ক্রিকেট টিমের কোচ তথা প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রীকে নিয়েও মিম কিছু কম হচ্ছে না। আ মদের দোকান খোলা সম্পর্কে তাঁর প্রসঙ্গ ফের উঠল।

যেন পঞ্চমীর সকালের ভিড়!

দুর্গাপুোজর আগের রাতে যেমন শেষ মুহূর্তের প্রস্তুতি চলে, সেভাবেই মদের দোকানগুলির সামনে গত রাতে গণ্ডি কাটার হিড়িক চোখে পড়েছিল। আর সকাল হতেই সোশ্যাল ডিসটেন্সিং কে বুড়ো আঙুনল দেখাল মানুষ।

লাইনের পরিস্থিতি

মদের দোকানের সামনে কেমন লাইন হয়েছে, তা নিয়ে মিমের অন্ত নেই। আর সেই মিমের একাংশ দেখা গেল এই পোস্টে।

English summary
Liquor Shops opens in India, social distancing failured and social media is discussing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X