For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌সারি দিয়ে হেঁটে চলেছে সিংহের দল, আসল ক্যাটওয়াক তো এটাই

‌সারি দিয়ে হেঁটে চলেছে সিংহের দল, আসল ক্যাটওয়াক তো এটাই

Google Oneindia Bengali News

সোশ্যাল মিডিয়ার জন্য এখন পৃথিবী অনেক ছোট। মুহূর্তে ঘটে যায় অদ্ভুদ অনেক ঘটনা। এসব ঘটনা মিনিট–সেকেন্ডের মধ্যে ভাইরাল হয়ে যায়।

‌সারি দিয়ে হেঁটে চলেছে সিংহের দল, আসল ক্যাটওয়াক তো এটাই


সম্প্রতি এমন একটি ভিডিও পোস্ট করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস আধিকারিক সুশান্ত নন্দা। আর উড়িষ্যায় কর্মরত ওই আধিকারিকের পোস্ট করা ৯ সেকেন্ডের ভিডিওটি দেখে বিস্মিত নেটিজেনরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, সবুজ ঘাসে ভরা মাঠের বুক চিরে একটি রাস্তার ওপর দিয়ে দুলকি চালে হেঁটে যাচ্ছে অনেকগুলো সিংহ ও সিংহী। ভিডিওটির ওপরে সুশান্ত নন্দা লিখেছেন, '‌এটিই হলো আসল ক্যাটওয়ার্ক। সত্যি কথা বলতে গেলে ওরা আমাদের থেকেও ভালো করছে।’‌

সুশান্ত নন্দা জানিয়েছেন, এটি সম্ভবত দক্ষিণ আফ্রিকার একটি ফার্মে। তার কাছে ৪৫ সেকেন্ড ভিডিও আছে। আর সেটি শেষ পর্যন্ত দেখলে আরও ভালো লাগবে। কারণ এর শেষদিকে একটি মুহূর্তে সিংহগুলো যে গাড়ি থেকে ভিডিও তোলা হচ্ছে তার খুব কাছে চলে আসে। তার পর একদৃষ্টিতে তাকিয়ে থাকে ক্যামেরার দিকে, যা পুরো ঘটনাটির সবচেয়ে আকর্ষণীয় অংশ। এই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয় এবং নেটিজেনরাও যথে,্ট পছন্দ করে।

English summary
IFS officer Susanta Nanda shared a nine-second clip of a pride of lions walking together on a road with the caption
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X