সিংহ ঘাস খাচ্ছে , গরু মাছ খাচ্ছে ! ভিডিও নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া
অনেকেই এমন ভিডিও দেখে বলে উঠতে পারেন ..'ঘোর কলি'! তবে এঘটনা সত্যি যে সাম্প্রতিক দুই ভিডিওতে দুই পশুর ভিন্ন খাদ্যপ্রীতি ধরা পড়েছে। যার ঘাস খাওয়ার কথা, সে খেয়েছে মাছ, আর যার আমিষ খাওয়ার কথা সে খাচ্ছে ঘাস! শুনে অদ্ভূত মনে হলেও সোশ্যাল মিডিয়া আপাতত এই দুই ভিন্ন ভিডিও ঘিরে তোলপাড়।
সিংহের ঘাস খাওয়া
শুনে বিশ্বাস না হলে নিজের চোখেই দেখুন! জঙ্গলরাজ সিংহ দাপটের সঙ্গে গুজরাতের গির জঙ্গলে খেয়ে চলেছে ঘাস! একটু খানি খেয়ে ছেড়ে , চলে যাওয়া নয়, রীতিমতো সময় নিয়েই এই সিংহকে দেখা গেল ঘাস খেতে। এবার যদি কেউ বলেন 'শের কভি ঘাস নহি খাতা হ্যায়'.. তাহলে এই ভিডিও তাঁকে দেখিয়ে দিতে পারেন!

সিংহের ঘাস খাওয়ার নেপথ্যের কারণ
মূলত , সমস্ত মাংসাসী প্রণীই ঘাস খেয়ে থাকে। হজম না হওয়া খাদ্য বমি করে উগড়ে দিতেই তারা ঘাস খায়। এঘটনা বাড়ির বেড়ালের ক্ষেত্রেও দেখা যায়। সোশ্যাল মিডিয়া জুড়ে এমন মন্তব্য অনেকেই করেছেন ওই ভাইরাল ভিডিওটি দেখে।
গরুর মাছ খাওয়া
কয়েকদিন আগে আরও একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় একটি গরুকে দেখা যায় আয়েষে মাছ খেয়ে নিতে। যাকে সকলে ঘাস ,পাতা খেতেই দেখে অভ্যস্ত তার মাছ খাওয়ার এই ভিডিও সোশ্যাল মিডিয়াায় রীতিমতো ভাইরল।
[আরও পড়ুন: রণবীরের ছবিতে অল্প 'স্ক্রিনটাইম' পাচ্ছেন শাহরুখ! নতুন ছবি ঘিরে কী ঘটছে বলিউডের অন্দরে ]
[আরও পড়ুন: গড়বেতায় হাতির রহস্যমৃত্যু, ময়নাতদন্ত পুলিশের]