For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্যান কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণের শেষ তারিখ ৩১ ডিসেম্বর! কাদের জন্য আবশ্যক এটি?

Google Oneindia Bengali News

যেই ভারতীয় নাগরিকদের প্যান কার্ড আধারের সঙ্গে সংযুক্ত করা নয় তাদের প্যান কার্ড বৈধতা হারাবে। এই সংযুক্তিকরণের শেষ সীমা এই বছরের শেষ দিন। এই বিষয়ে একটি জনস্বার্থ নোটিসও জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। এবং যাদের এখনও আধারের সঙ্গে প্যান যুক্ত নয় তাদের অবিলম্বে ৩১ ডিসেম্বরের মধ্যে তা করতে বলা হয়েছে।

৩১ ডিসেম্বরের মধ্যে সংযুক্ত করতে হবে

৩১ ডিসেম্বরের মধ্যে সংযুক্ত করতে হবে

যদিও কোনও বিদেশে বসবাসরত ভারতীয়ের জন্যে প্যান বা আধার কার্ড রাখা বাধ্যতামূলক নয়, তবুও যদি কারোর কাছে তা থেকে থাকে তবে তা ৩১ ডিসেম্বরের মধ্যে সংযুক্ত করতে হবে। আগে এই সময়সীমা ৩০ সেপ্টেম্বর হলেও পরে সরকার এর সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করে।

কাদের জন্য এটি বাধ্যতামলক?

কাদের জন্য এটি বাধ্যতামলক?

যেই সকল এনআরআইদের ভারতের কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য প্যানের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক। এবং তা তাদের করতে হবে আর তিন দিনের মধ্যে।

কী বলছে ভারতীয় আইন?

কী বলছে ভারতীয় আইন?

ভারতীয় আইন অনুযায়ী যে সকল বিদেশে বসবাসরত ভারতীয়দের ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন রয়েছে এবং যাদের উপার্জন করের আওতায় পড়ে তাদের প্যান কার্ড রাখা বাধ্যতামূলক। ভারতে বিনিয়োগ করতে চাওয়া এনআরআইদের ক্ষেত্রেও প্যান কার্ড রাখা বাধ্যতামূলক।

English summary
linking pan with aadhar card mandatory for nris within 31st december 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X