For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল শিবিরকে ঝাঁঝালো আক্রমণ মোদীর! 'গজনি' ফিল্মের সঙ্গে কংগ্রেসের তুলনায় প্রধানমন্ত্রী

স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ফের একবার কংগ্রেসকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। তবে এবার তাঁর বাক্যবাণে রীতিমত মজার ছলে মোদী কটাক্ষ করেন হাত শিবিরকে।

Google Oneindia Bengali News

স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ফের একবার কংগ্রেসকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। তবে এবার তাঁর বাক্যবাণে রীতিমত মজার ছলে মোদী কটাক্ষ করেন হাত শিবিরকে। এবার বলিউডি কায়দায় ভোট ময়দানে কংগ্রেসকে আক্রমণের নিশানা করেন বিজেপির এই দুঁদে নেতা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি কংগ্রেসের বিরুদ্ধে একাধিক তোপ দাগেন।

গজনির মতো ভুলে যায়..

গজনির মতো ভুলে যায়..

মোদী এদিনের বক্তব্যে জানান,'কংগ্রেস পার্টি অনেকটা গজনি ফিল্মের নায়ক চরিত্রের মতো। ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি তাঁরা আর মনে করতে পারেন না। ' উল্লেখ্য, আমির খান অভিনীত 'গজনি' ছবিতে নায়ক চরিত্রটি 'শর্ট টার্ম মেমরি লস' সংক্রান্ত সমস্যা ছিল। সে ১৫ মিনিট বাদে কিছু মনে রাখতে পারত না।

দারিদ্রতা নিয়ে কংগ্রেসকে তোপ

দারিদ্রতা নিয়ে কংগ্রেসকে তোপ

সাক্ষাৎকারে মোদী বলেন, দারিদ্রতা মুছে ফেলার জন্য বহুদিন ধরেই কংগ্রেস একাধিত প্রতিশ্রুতি দিয়ে এসেছে। পণ্ডিত জওহরলাল নেহরুর সময় থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তবে দারিদ্রতা মোছা যায়নি।

[আরও পড়ুন: মিডিয়া বিক্রি হয়ে গিয়েছে! সরকার গঠনে উল্লেখযোগ্য ভূমিকা বাংলার, ফের বললেন মমতা][আরও পড়ুন: মিডিয়া বিক্রি হয়ে গিয়েছে! সরকার গঠনে উল্লেখযোগ্য ভূমিকা বাংলার, ফের বললেন মমতা]

কংগ্রেসকে আক্রমণ

কংগ্রেসকে আক্রমণ

এদিনের সাক্ষাৎকারে মোদী বলেন, 'কংগ্রেসের ট্র্যাক রেকর্ড দেখুন। ২০০৪ সালে ওরা বলেছিল সমস্ত বাড়ির জন্য ইলেক্ট্রিসিটি চাই। ২০০৯ সালে তাঁরা বলে গ্রামীণ এলাকায় ইলেকট্রিফিকেশন হবে। এটা সম নেবে বলেছিল, কিন্তু ২০১৪ সাল পর্যন্ত কিছুই করে দেখাতে পারেনি। '

[আরও পড়ুন: কনস্টেবলকে হুমকি দেওয়ার অভিযোগ! বিতর্কে কোচবিহারের বিজেপি প্রার্থী][আরও পড়ুন: কনস্টেবলকে হুমকি দেওয়ার অভিযোগ! বিতর্কে কোচবিহারের বিজেপি প্রার্থী]

[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]

English summary
Like in Ghajini movie’: PM Modi says Congress doesn’t remember promises.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X