For Quick Alerts
For Daily Alerts
রাষ্ট্রপতি ভবনে এবার হবে না ইফতার পার্টি! কারণ জানলে 'তারিফ' করবেন
এবছর রাষ্ট্রপতি ভবনে কোনও ইফতার পার্টির আয়োজন করা হবে না। রাষ্ট্রপতির প্রচার সচিব অশোক মালিক জানিয়েছেন, রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পরেই সেখানে কোনও ধর্মীয় অনুষ্ঠান না করার ব্যাপারে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন রামনাথ কোবিন্দ। সরকারি ভবনে জনগণের ট্যাক্সের টাকায় এই ধরনের অনুষ্ঠানের বিরোধী বলেও জানিয়েছিলেন।

রাষ্ট্রপতি ভবনে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন না করা হলেও, দেশের জনগণকে তাদের ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা বার্তা পাঠাবেন রাষ্ট্রপতি, জানিয়েছেন রাষ্ট্রপতির প্রচার সচিব।
একদশকের বেশি সময় পরে এবছর রাষ্ট্রপতি ভবনে ইফতার পালন করা হবে না। সাধারণভাবে রাষ্ট্রপতি ভবনে ইফতারের আয়োজন করা হলেও, এর আগে এপিজে আবদুল কালাম রাষ্ট্রপতি থাকার সময়ে ২০০২-২০০৭-এর মধ্যে রাষ্ট্রপতি ভবনে কোনই ইফতারের আয়েজন করা হয়নি।