For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমরা বিশ্বকাপ জিতেছি! মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড কিরণ বেদী

টুইট করে পণ্ডিচেরীতে থাকা ফরাসি জনগণের আনন্দে অংশীদার হতে চেয়েছেন কিরণ বেদী। তবে টুইটের জেরে ট্রোলডও হয়েছেন তিনি।

Google Oneindia Bengali News

রবিবার রাতে মস্কোতে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে ২০১৮-র ফিফা বিশ্বকাপ জিতে নিয়েছে ফ্রান্স। প্যারিসের রাস্তায় চলছে উৎসব। বিশ্বের বিভিন্ন জায়গায় চলছে উৎসব।

আমরা বিশ্বকাপ জিতেছি! মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড কিরণ বেদী

বাদ যায়নি একসময়ের ফরাসি উপনিবেশ থাকা পণ্ডিচেরী। সেখানকার উপ রাজ্যপাল কিরণ বেদীও পণ্ডিচেরীর জনগণকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন। তবে টুইটের জেরে ট্রোলডও হয়েছেন তিনি।

টুইট করে পণ্ডিচেরীতে থাকা ফরাসি জনগণের আনন্দে অংশীদার হতে চেয়েছেন তিনি। এর আগেও নিজের মতামত ও বক্তব্য প্রকাশের জেরে খবরের হেডলাইনে এসেছেন কিরণ বেদী। তবে রবিবার রাতে ফ্রান্সের জয়ে করা টুইটটি যেন একটু অন্যরকমের ছিল। টুইটে কিরণ বেদী বলেছেন, আমরা পণ্ডিচেরীর বাসিন্দারা বিশ্বকাপ জিতেছি। এরজন্য অভিনন্দনও জানিয়েছেন তিনি।

ফুটবল বিশ্বে ভারতের স্থান ৯৭ তম। এই বিশ্বকাপে তারা অংশও নেয়নি। অন্যদিকে, পণ্ডিচেরী একসময়ে ফ্রান্সের উপনিবেশ থাকলেও, ১৯৬২ সালে তা ভারতের সঙ্গে যুক্ত হয়।

কিরণ বেদীর টুইটের পরেই টুইটারের আসতে থাকে নানা মন্তব্য। তবে বেশিরভাগই ছিল কটাক্ষের সুরে। উপনিবেশবাদকে তিনি প্রশ্রয় দিচ্ছেন কিনা, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকেই। কেউ কেউ কিরণ বেদীকে প্রেসিডেন্ট বলেও কটাক্ষ করেন।

যদিও এরই মধ্যে অনেকে আবার কিরণ বেদীকে সমর্থনও করেছেন। পণ্ডিচেরীর সংস্কৃতিকে তুলে ধরতে চেয়েছেন অনেকে।

তবে রবিবার তাঁর করা টুইটের ভাষাকে যে অনেকে ভালভাবে নেননি, সেটা আন্দাজ করে সোমবার সকালে ফের টুইট করেন কিরণ বেদী।

২০১৬-র ২২ মে কিরণ বেদীকে পণ্ডিচেরীর লেফটেন্যান্ট গভর্নর পদে বসানো হয়েছিল।

English summary
Lieutenant Governor Kiran Bedi is trolled for her tweet congratulating Puducherrians for winning FIFA World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X