For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খোলা বাজারে আসার পথে আরও এক ধাপ এগোল এলআইসি

খোলা বাজারে আসার পথে আরও এক ধাপ এগোল এলআইসি

Google Oneindia Bengali News

বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)-এর কাছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এলআইসি) শেয়ার বিক্রির খসড়া কাগজপত্র রয়েছে৷ এর ফলে, রাষ্ট্র-চালিত বীমাকারী সর্বকালের বৃহত্তম ভারতীয় প্রাথমিক পাবলিক অফার (আইপিও) হওয়ার দিকে আরও এক ধাপ এগোল।

খোলা বাজারে আসার পথে আরও এক ধাপ এগোল এলআইসি

খসড়ার রেড হেরিং প্রসপেক্টাস (DRHP) অনুসারে, প্রায় ৩১.৬ কোটি শেয়ার অফারে রয়েছে, যা আইআইসি-এর ৫ শতাংশ ইক্যুইটির প্রতিনিধিত্ব করে। ইক্যুইটি শেয়ারের মূল্য হল ১০ টাকা৷ অফারটি ১১ ফেব্রুয়ারি, ২০২২সালে এলআইসি বোর্ডের রেজোলিউশন দ্বারা অনুমোদিত হয়েছে৷

ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট (ডিআইপিএএম)-এর সেক্রেটারি তুহিন কান্ত পান্ডের মতে, আইপিও হল সরকারের ১০০ শতাংশ অফার ফর সেল (OFS) এবং এলআইসি দ্বারা শেয়ারের কোনও নতুন ইস্যু করা হয়নি৷ শেয়ার বিক্রির ওই খসড়ায় লেখা হ
রয়েছে , "কর্মচারী রিজার্ভেশন অংশ আমাদের পোস্ট-অফার ইক্যুইটি শেয়ার মূলধনের ৫ শতাংশের বেশি হবে না। পলিসিহোল্ডার সংরক্ষণ অংশ অফার আকারের ১০ শতাংশের বেশি হবে না," ৷

বর্তমানে, সরকার এলআইসি-তে সম্পূর্ণ অংশীদারিত্বের মালিক। একবার তা এর বাইরে এলে সেটি বাজার মূলধনের ভিত্তিতে এটি দেশের বৃহত্তম কোম্পানিতে পরিণত হবে।
রেটিং এজেন্সি CRISIL-এর একটি রিপোর্ট অনুসারে, LIC ৬৫ বছরেরও বেশি সময় ধরে ভারতে জীবন বীমা প্রদান করে আসছে এবং প্রিমিয়ামের পরিপ্রেক্ষিতে ৬৪.১ শতাংশ মার্কেট শেয়ার সহ ভারতের বৃহত্তম জীবন বীমাকারী। ভারতে বর্তমানে ২৪টি জীবন বীমা কোম্পানি রয়েছে, এলআইসি একমাত্র পাবলিক প্লেয়ার, রিপোর্টে যোগ করা হয়েছে।

শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হল পিএসএলভি-সি৫২ স্যাটেলাইট, সাফল্যের অপেক্ষায় গোটা দেশ শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হল পিএসএলভি-সি৫২ স্যাটেলাইট, সাফল্যের অপেক্ষায় গোটা দেশ

এর এমবেডেড মূল্য ৩০ সেপ্টেম্বর, ২০২১ এর হিসাবে প্রায় ৫.৪ লক্ষ কোটি টাকা। গত মাসে, এলআইসি ২০২১-২২ আর্থিক বছরের প্রথমার্ধে ১৪৩৭ কোটি কর-পরবর্তী মুনাফা রিপোর্ট করেছে যা আগের বছরের সময়ের তুলনায় ৬.১৪ কোটি টাকা ছিল। এখনও পর্যন্ত, সরকার এয়ার ইন্ডিয়ার বেসরকারীকরণ এবং অন্যান্য রাষ্ট্র-চালিত ইউনিটগুলিতে অংশীদারিত্ব বিক্রি থেকে প্রায় ১২ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। বর্তমান আর্থিক বছরের জন্য ৭৮ হাজার কোটির কম রাজস্বের অনুমান পূরণের জন্য এলআইসি-র তালিকা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিয়োগ আয় থেকে সরকারের প্রাথমিক লক্ষ্য ছিল ১.৭৫ লক্ষ কোটি টাকা। কেন্দ্রের লক্ষ্য মার্চের মধ্যে আইপিও এবং পরবর্তীতে এলআইসি-এর শেয়ারে তালিকাভুক্তি নিয়ে আসা।

কোটাক মাহিন্দ্রা ক্যাপিটাল কোম্পানি লিমিটেড, এক্সিস ক্যাপিটাল লিমিটেড, বোফা সিকিউরিটিজ ইন্ডিয়া লিমিটেড, সিটি গ্রুপ গ্লোবাল মার্কেটস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং নমুরা ফাইন্যান্সিয়াল এডভাইজরি এন্ড সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেড হল এলআইসি-র এই বহুল প্রতীক্ষিত আইপিও-এর প্রধান ব্যবস্থাপক৷ এছাড়াও, আইডিবিআই ব্যাঙ্কে ৫১ শতাংশ শেয়ারহোল্ডিং অধিগ্রহণের পর এই ব্যাঙ্কও এলআইসি-এর সহযোগী সংস্থা৷

English summary
lic goes one step more ahead to come in open market
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X