For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের ব্যাঙ্কিং সেক্টরে পা রাখবে এলআইসি, কিনতে পারে ধুকতে থাকা এই ব্যাঙ্কের নিয়ন্ত্রক শেয়ার

আইডিবিআই ব্যাংকের নিয়ন্ত্রক অংশীদারি কেনার লক্ষ্যে এগোচ্ছে এলআইসি।

Google Oneindia Bengali News

দেশের ব্যাঙ্কিং সেক্টরে পা রাখতে চলেছে এলআইসি। একটি সূত্রের খবর, ধুকতে থাকা আইডিবিআই ব্যাঙ্কের নিয়ন্ত্রক শেয়ার কিনতে চলেছে তারা। এই বিষয়ে ইতিমধ্যেই এলআইসি কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতি চেয়েও পাঠিয়েছে বলে জানা গিয়েছে। আইডিবিআই-এর শেয়ার কিনতে চাইলে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও বাধা থাকবে না তা বলাই বাহুল্য।

দেশের ব্যাঙ্কিং সেক্টরে পা রাখবে এলআইসি

এই মুহূর্তে এলআইসি-র হাতে আইডিবিআই ব্যাঙ্কের মাত্র ৮ শতাংশ শেয়ার আছে। জানা গেছে এর সঙ্গে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকার বিনিময়ে বাড়তি ৪৩ শতাংশ শেয়ার কিনে, তাদের মোট শেয়ারের পরিমাণ ৫১ শতাংশে নিয়ে যেতে আগ্রহী তারা। এই মুহূর্তে ব্যাঙ্কটির সবচেয়ে বেশি শেয়ার আছে, কেন্দ্রীয় সরকারের হাতে। গত মে মাসেই সরকার আইডিবিআই ব্যাঙ্কের ৮৫.৯৬ শতাংশ শেয়ারের মালিক হয়েছিল।

সূত্রের খবর ইতিমধ্যেই এলআইসির বোর্ড কোনও ব্যাঙ্ক-এর নিয়ন্ত্রক পরিমাণ শেয়ার কেনার অনুমতি দিয়ে দিয়েছে। সরকারের তরফে অনুমতি এসে গেলেই বোর্ডের সামনে নির্দিষ্ট করে আইডিবিআই ব্যাঙ্কের নাম পেশ করা হবে। তবে সরকারের দিক থেকে অনুমতি আসতে সমস্যা হওয়ার কথা নয়।

সরকার নিজেদের হাত থেকে আইডিবিআই ব্যাঙ্কের শেয়ারের পরিমাণ কমাতেই চায়। এর জন্য কোয়ালিফায়েড ইনিস্টিটিউশনাল প্লেসমেন্ট থেকে শুরু করে বিভিন্ন উপায়ের কথা চিন্তা ভাবনা করা হচ্ছিল বলে জানা গিয়েছে। এর মধ্যে এলআইসির এই প্রস্তাব সরকার অবশ্যই গ্রহন করবে বলেই মনে করা হচ্ছে।

মে মাসে ব্যাঙ্কটিকে রক্ষা করতে সরকার ১০ হাজার ৬১০ কোটি টাকা ঢেলেছিল। এটাই এখন অবধি কোনও পাবলিক সেক্টর ব্যাঙ্কে সরকারের সর্ববৃহত লগ্নি। পর পর দুই আর্থিক বছরে বিশাল ক্ষতির মুখে পড়েছে আইডিবিআই ব্যাঙ্ক। ২০১৬-১৭ আর্থিক বছরে তাদের ক্ষতির পরিমাণ ছিল ৫১৫৮.১৪ কোটি টাকা। পরের আর্থিক বছরে তা আরও বেড়ে হয়েছে ৮২৩৭.৯৩ কোটি টাকা।

English summary
State-run Life Insurance Corporation of India (LIC) has been reportedly looking to buy a controlling share in struggling IDBI Bank.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X