For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর্থিক মন্দার কোপ এবার এলআইসিতেও

দেশের আর্থিক মন্দার কোপ পড়ল এবার এলআইসি বা জীবন বিমা নিগমের উপরেও। শেয়ার বাজারের পতনের সঙ্গে সঙ্গে পড়ছে এনআইসির শেয়ারও।

Google Oneindia Bengali News

দেশের আর্থিক মন্দার কোপ পড়ল এবার এলআইসি বা জীবন বিমা নিগমের উপরেও। শেয়ার বাজারের পতনের সঙ্গে সঙ্গে পড়ছে এনআইসির শেয়ারও। অনেকেই এই বিমা সংস্থার চেয়ে অন্য রাষ্ট্রায়াত্ব সংস্থা শেয়ার কেনায় বেশি আগ্রহ দেখাতে শুরু করেছেন। যার জেরে বাজারে এখন মন্দা অবস্থা এলআইসির।

কেন পড়তি বাজার

কেন পড়তি বাজার

দেখা গিয়েছে ২০১৮ সালের ডিসেম্বর মাস থেকেই এলআইসির প্রায় ৮০ শতাংশ গ্রাহক অন্যদিকে ঝুঁকতে শুরু করেছেন। অনেকেই মনে করছেন এলআইসি-র থেকে অন্যকোনও বড় সরকারি সংস্থায় বিনিয়োগ করলে লাভ বেশি হবে। সেকারণেই এলআইসির শেয়ার পড়কে শুরু করেছে। অনেক ক্ষেত্রেই এলআইসি মানুষের জীবনে ত্রাতার ভূমিকায় কাজ করে থাকাকে।

বাজারে জীবন বিমার ছড়াছড়ি

বাজারে জীবন বিমার ছড়াছড়ি

বাজারে এখন একাধিক জীবন বিমা সংস্থা চলে এসেছে। এলআইসির গ্রহণযোগ্যতা যদিও অনেক বেশি। তবুও অনেক সংস্থাই এলআইসির পরিবর্তে অন্য সংস্থার মাধ্যমে বিমা করাতে আগ্রহ দেখাচ্ছে। এই দৌড়ে সামিল হয়েছে বড় সংস্থাও। এই দৌড়ে এখন ক্রমশ এগিয়ে যাচ্ছে আইডিবিআই। একাধিক বড় সংস্থা এই আইডিবিআই ব্যাঙ্কের বিমা করাতে শুরু করেছে। অথচ কয়েকবছর আগে পর্যন্ত সমীকরণটা অন্যছিল। সকলেই এলআইসিতেই বিমা করাতে পছন্দ করত। এলআইসি বাজারে আসার পর একই অবস্থা হয়েছিল ককস অ্যান্ড কিংসয়ের।

শেয়ার বাজারে পড়ছে এলআইসির শেয়ার

শেয়ার বাজারে পড়ছে এলআইসির শেয়ার

এখনও অনেক প্রাতিষ্ঠানিক সংস্থা এলআইসিতে ভরসা করলেও, বাজারের পরিস্থিিত বিবেচনা করে এইচডিএফসি, টিসিএস, ইনফোসিস, আইটিসির মতো সংস্থার শেয়ারে বিিনয়োগ করাকেই নিরাপদ বলে মনে করছে। এলআইসিতে বিনিয়োগ ছেড়ে এই সব কোম্পানির শেয়ার কেনার প্রবণতাই উদ্বেগ বাড়াচ্ছে জীবন বিমা নিগমের।

আর্থিক মন্দা যে সবরম ভাবে দেশবাসীকে জড়িয়ে ফেলেছে তা ক্রমশ প্রকট হতে শুরু করেছে। এলআইসির দূরবস্থা তৈরি হলে কোপ পড়বে মধ্যবিত্তের উপর। তাতে পরিস্থিতি আরও সংকটজনক আকার নেবে।

<strong>[আরও পড়ুন:তৃণমূলে যোগ দিলেন প্রদেশে কংগ্রেসের 'হেভিওয়েট' ওমপ্রকাশ মিশ্র, গুরুভার দিলেন মমতা]</strong>[আরও পড়ুন:তৃণমূলে যোগ দিলেন প্রদেশে কংগ্রেসের 'হেভিওয়েট' ওমপ্রকাশ মিশ্র, গুরুভার দিলেন মমতা]

[আরও পড়ুন: সংসদে পাশ নতুন আইন! মাসুদ আজহার, হাফিজ সইদ, দাউদদের জঙ্গি বলে ঘোষণা][আরও পড়ুন: সংসদে পাশ নতুন আইন! মাসুদ আজহার, হাফিজ সইদ, দাউদদের জঙ্গি বলে ঘোষণা]

English summary
LIC also suffer in The Market Meltdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X