For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আবহে বিহার ভোট নিয়ে নির্বাচন কমিশনে চিঠি! রয়েছে জীবন বীমার মতো একাধিক ‘আকর্ষণীয়’ প্রস্তাব

করোনা আবহে বিহার ভোট নিয়ে নির্বাচন কমিশনে চিঠি! রয়েছে জীবন বীমার মতো একাধিক ‘আকর্ষণীয়’ প্রস্তাব

  • |
Google Oneindia Bengali News

করোনা আবহেই জোরকদমে চলছে বিহার ভোটের প্রস্তুতি। এদিকে তার মধ্যেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। তাই বড়সড় বিপর্যয রুখতে আগে থেকেই তৎপড়তা বাড়াচ্ছে নির্বাচন কমিশন। শুক্রবার এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের ভোট গ্রহণের ক্ষেত্রে একগুচ্ছ নির্দেশিকাও জারি করা হয়েছে। পাশাপাশি এই ক্ষেত্রে একাধিক প্রস্তাব পাঠানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও।

রয়েছে একাধিক মজাদার প্রস্তাব

রয়েছে একাধিক মজাদার প্রস্তাব

করোনা আবহে ভোট পর্বের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে পাঠানো চিঠিতে একাধিক মজাদার প্রস্তাব রাখা হয়েছে বলে খবর। এদিকে ভোটের আগে প্রচার পর্বে কোনও খামতি রাখতে চাইছে না বিজেপি। জোরকদমে শুরু হয়েছে ভার্চুয়াল সমাবেশের প্রস্তুতি। পাশপাশি বিহারের সর্বাধিক করোনা বিধ্বস্ত এলাকাগুলিতে অনেকটাই কমানো হয়েছে সশরীরে ভোট প্রচারের সংখ্যা।

আরজেডিকে বিপাকে ফেলতে নতুন কৌশল পদ্ম শিবিরের

আরজেডিকে বিপাকে ফেলতে নতুন কৌশল পদ্ম শিবিরের

এদিকে আরজেডিকে বিপাকে ফেলতে নতুন কৌশল নিয়েছে পদ্ম শিবির। জেলবন্দী কোনও ব্যক্তি যাতে ভার্চুয়াল রাজনৈতিক প্রচারে অংশ নিতে না পারে সেই জন্য ইতিমধ্যেই তারা নির্বাচন কমিশনের কাছে দরবার করেছে বলে খবর। ওয়াকিবহাল মহলের ধারণা আরজেডি প্রধান লালুপ্রসাদের কথা মাথায় রেখেই এই প্রস্তাব গেরুয়া শিবিরের।

ব্যালট পেপারে ভোটের দাবি

ব্যালট পেপারে ভোটের দাবি

সূত্রের খবর, ইতিমধ্যেই নির্বাচনী প্রচারের ক্ষেত্রে কমিশনের কাছে আরও একটি আকর্ষণীয় প্রস্তাব দিয়ে বিজেপি। তাদের যুক্তি করোনাকালে ভোটপর্বে ভোটারদের যদি কিছু প্রয়োজনীয় সুরক্ষা পণ্য দেওয়া হয় সেগুলিকে যেন ঘুষ হিসাবে ধরা না হয়। এদিকে এর আগে বিভিন্ন সময় নির্বাচনের ময়দানে ব্যালট বক্সের ব্যবহারে কারচুপির অভিযোগ তোলে একাধিক রাজনতৈক দল। যদিও পরবর্তীতে বিভিন্ন সময় ইভিএম কারচুপির অভিযোগও সামনে আসে। কিন্তু বর্তমানে কংগ্রেস, আরজেডি এবং লোকসভার সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি এআইআইএমআইএম চায় বিহারের আসন্ন বিধানসভা নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমেই হোক। ভোটারদের মধ্যে একে অপরের ছোঁয়াচ এড়াতেই তারা ইভিএমের ব্যবহার কমাতে বলছেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

জীবনা বীমা প্রদানের দাবি

জীবনা বীমা প্রদানের দাবি

এই করোনা আবহে ভোট ঘিরে ক্রমেই উত্তেজনা বারছে বিহারের বিহারের শাসক বিরোধী দুই শিবিরেই। ভোট দিতে গিয়ে কোনও ভোটার যদি করোনা আক্রান্ত হয় তাহলে তাদের জীবন বীমা প্রদানের জরালো দাবি তুলতে গেছে লালুপ্রসাদ যাদবের আরজেডিকে। এই বিষয়ে তারা কড়া ভাষায় নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাসি গোটা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত গোটা নির্বাচনী প্রক্রিয়ার উপর স্থগিতাদেশের পক্ষেও সওাল করেন তারা।

আরব বিশ্ব থেকে আরও দূরে পাকিস্তান! ইজরায়েলের ধাক্কায় লাইনচ্যুত ইমরানের 'কাশ্মীর এক্সপ্রেস'আরব বিশ্ব থেকে আরও দূরে পাকিস্তান! ইজরায়েলের ধাক্কায় লাইনচ্যুত ইমরানের 'কাশ্মীর এক্সপ্রেস'

English summary
Letter to EC about Bihar vote in coronavirus crisis multiple attractive proposals like life insurance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X