For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রপতিকে পাঠানো চিঠি বিতর্কে নাটকীয় মোড়! মুখ খুললেন ২ প্রাক্তন সেনা অফিসার

সেনার নাম ব্যবহার করে ভোটপ্রচারের রাজনীতি বন্ধ হোক। এমনই দাবি জানিয়ে এদিন ১৫৬ জন প্রাক্তন সেনা অফিসারের একটি চিঠি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে পাঠানো হয় বলে সকালেই খবরে প্রকাশিত হয়।

  • |
Google Oneindia Bengali News

সেনার নাম ব্যবহার করে ভোটপ্রচারের রাজনীতি বন্ধ হোক। এমনই দাবি জানিয়ে এদিন ১৫৬ জন প্রাক্তন সেনা অফিসারের একটি চিঠি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে পাঠানো হয় বলে সকালেই খবরে প্রকাশিত হয়। এরপরই রাষ্ট্রপতিভবনের তরফে জানানো হয় এরকম কোনও চিঠি আসেনি। অন্যদিকে ২ জন প্রাক্তন সেনা অফিসার দাবি করেন তাঁরা এমন কোনো পিটিশনে স্বাক্ষর করেননি।

জেনারেল রডরিগেজ বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান এরকম কোনও পিটিশন বা চিঠির কথা তিনি জানেনই না। অথচ চিঠিতে স্বাক্ষরিত সেনা অফিসারদের তালিকায় রয়েছে তাঁর নাম। তিনি জানান সারাজীবন তিনি অরাজনৈতিক ছিলেন। সেনা অফিসার হিসাবে দেশসেবা করার ৪২ বছর বাদেও তিনি একই অবস্থানে রয়েছেন।

জেনারেল রডরিগেজ বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান এরকম কোনও পিটিশন বা চিঠির কথা তিনি জানেনই না। অথচ চিঠিতে স্বাক্ষরিত সেনা অফিসারদের তালিকায় রয়েছে তাঁর নাম। তিনি জানান সারাজীবন তিনি অরাজনৈতিক ছিলেন। সেনা অফিসার হিসাবে দেশসেবা করার ৪২ বছর বাদেও তিনি একই অবস্থানে রয়েছেন।

রাষ্ট্রপতির কাছে পাঠানো চিঠির অংশে জেনারেল রডরিগেজের নাম উল্লেখিত রয়েছে । সেই চিঠির ছবিও এদিন প্রকাশ্য়ে আসে।

অবস্থান স্পষ্ট করে জেনারেল রডরিগেজ জানান, সারা জীবন দেশে যান্ত্রিক শক্তি হিসাবে কাজ করে এসেছি। তিনি জানান,'কে লিখেছে এটা জানিনা।'

সেনার প্রাক্তন প্রধান লেফ্টনেন্ট জেনারেল এম এল নাইডুর নামও উঠে আসে রাষ্ট্রপতিকে পাঠানো সেই সেনা অফিসারদের চিঠিতে। তবে তিনি জানান,এরকম কোনও চিঠির জন্য তাঁর মত নেওয়া হয়নি।

এদিন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনকে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনিও জানান, রাষ্ট্রপতি ভবনের তরফে এরকম কোনও চিঠি আসেনি বলে জানানো হয়েছে। এই চিঠিকে ভুয়ো চিঠির তকমা দেন তিনি।

English summary
A purported letter signed’ by 156 veterans that appealed against the politicization of the armed forces has created an uproar after it has come to light that the President’s office has not received any communication on it and a former Air Chief who was mentioned as endorsing the letter has denied that he supports the contents.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X