জঙ্গি হাফিজের মুক্তিতে উৎসব যোগীর রাজ্যে, উঠল 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান
মুম্বই জঙ্গি হামলার মূলচক্রী হাফিজ সঈদকে বৃহস্পতিবার গৃহবন্দি দশা থেকে মুক্তি দিয়েছে পাকিস্তানের আদালত। আর সেই ঘটনায় উৎসবে মাতল উত্তরপ্রদেশের লখিমপুর শহর। এই ঘটনা জানাজানির পর তৎপর হয়ে উঠেছে ওই এলাকার পুলিশ। এক আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর সঙ্গে এখানকার কী যোগাযোগ তা বের করার চেষ্টা হচ্ছে।

শুক্রবার সকালে শিবপুরী এলাকার বেগম বাগ এলাকার একটি সম্প্রদায় এই লস্কর ই তৈবা জঙ্গির ছাড়া পাওয়ার আনন্দে মেতে ওঠেন। সবুজ পতাকা বাড়িতে লাগিয়ে হাফিজ সঈদ জিন্দাবাদ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ।
এই ঘটনা জানাজানির পর সঙ্গে সঙ্গে তা জেলা প্রশাসককে জানানো হয়। জেলা শাসক আকাশদীপ বিজ্ঞপ্তি জারি করলে পুলিশ গিয়ে এলাকা ঘিরে ফেলে।
পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। জানা গিয়েছে, ২০-২৫ জন যুবকের একটি দল বেগম বাগ এলাকায় হাফিজ সঈদের মুক্তির আনন্দে মেতেছে। প্রথমে পুলিশ বিষয়টি গুরুত্ব না দিলেও জেলাশাসকের কাছে অভিযোগ জানানোর পরই নড়েচড়ে বসে। এই ঘটনার ভিডিও প্রমাণও রয়েছে বলে জানা গিয়েছে।