For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশ : 'মিডিয়াকে যেতে দে, মহাভারত বানিয়ে দেব', মৃতাদের পরিবারকে হুমকি

Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশ : 'মিডিয়াকে যেতে দে, মহাভারত বানিয়ে দেব', মৃতাদের পরিবারকে হুমকি
বাদৌন (উত্তরপ্রদেশ), ৩ জুন : মেয়েদের হারিয়ে এবার প্রাণের ভয় নিয়ে দিন কাটাতে হচ্ছে বাদৌন গণধর্ষিত ও খুন হওয়া দুই দলিত নাবালিকার পরিবারকে। 'মামলা একটি ঠান্ডা হোক তারপর তোদের দেখে নেব', 'মিডিয়াকে যেতে দে মহাভারত করে দেব তারপর' এইধরণের নানা হুমকির মধ্যেই দিন কাটছে পরিবারের। তাই এবার নিরাপত্তার খাতিরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানাল পরিবার।

দলিত বোনেদের গণধর্ষণ করে গাছে ঝুলিয়ে মারার ঘটনা সামনে আসতেই বাদৌনের এই ছোট্ট গ্রামে এসে ভিড় জমাতে শুরু করেন সাংবাদিকরা। প্রতিনিয়ত আনা গোনা শুরু হয়েছে ছোট বড় একাধিক নেতাদের। তার ফলে কেউ কিছু করে উঠতে পারছে না বলে জানান মৃত দুই বোনের একজনের বাবা। তিনি বলেন, "আমরা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি। আমাদের হুমকি দেওয়া হচ্ছে সাংবাদিকরা চলে যাবে, নেতারা চলে যাবে, রাজ্য সরকার এখনও ৩ বছর থাকবে। ওরা বলছে, আমারা মহাভারত করে ছাড়ব।"

এবার নিরাপত্তার খাতিরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানালেন মৃতাদের পরিবার

বাদৌনের মৃতা নাবালিকাদের পরিবারের তরফে আগেই অভিযোগ জানানো হয়েছিল যে, পুলিশ দোষীদের রক্ষা করতে চাইছে। প্রাথমিকভাবে পুলিশ তাঁদের অভিযোগ দায়ের করতে চায়নি বলেও অভিযোগ জানিয়েছিলেন তাঁরা। তাঁদের দাবি ছিল, দোষীরা যাদব সম্প্রদায়ের এবং মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদবের ঘণিষ্ঠ।

আরও পড়ুন : ধর্ষণ: চুড়ি খুলে, ঝাঁটা হাতে অখিলেশ যাদবের বিরুদ্ধে বিক্ষোভ মহিলা বাহিনীর, উত্তপ্ত লখনউ

আরও পড়ুন : 'আরে! আপনি তো নিরাপদে আছেন নাকি?' রাজ্যের আইনশৃঙ্খলা প্রশ্নে বেপরোয়া অখিলেশ

আরও পড়ুন : উত্তরপ্রদেশের গণধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি রাহুল গান্ধীর

আরও পড়ুন : উত্তরপ্রদেশ : গণধর্ষণের পর দুই নাবালিকাকে খুন, মহিলা কমিশনের হস্তক্ষেপে গ্রেফতার ৪

এদিকে শাসক দল এই নৃশংস ঘটনাকে 'মিডিয়ার রং চড়ানো' বলে ব্যাখ্যা করছে। স্থানীয় সাংসদ ধর্মেন্দ্র যাদব জানিয়েছেন, আমরা আপনাদের নিশ্চিত করে বলতে পারি এর পর আর শুধু এই এলাকায় নয়, গোটা উত্তরপ্রদেশের কোথাও এমন ঘটনা শুনতে পাবেন না। উত্তরপ্রদেশ সরকার যেটুকু করতে পারত তা করেছে। ৩ দিনের মাথায় যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

English summary
'Let Media Go, Mahabharat Bana Denge': Threats for Family of Girls Killed in Badaun
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X