For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩ মিনিটের মাথায় খতম জঙ্গি আবু ইসমাইল , এভাবে হল রুদ্ধশ্বাস এনকাউন্টার

লস্কর জঙ্গি আবু ইসমাইলকে মারতে মাত্র ৩ মিনিট সময় নিয়েছেন সেনা জওয়ানরা।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীরে অমরনাথযাত্রীদের ওপর হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের মূলচক্রী জঙ্গি আবু ইসমাইলের খোঁজ অনেকদিন ধরেই চলছিল। শেষমেশ তল্লাশি শেষে কাশ্মীরের নওগামের আরিগাম রোডে যৌথবাহিনীর সামনে পড়ে যায় সে। পালাতে চেষ্টা করে এই কুখ্যাত লস্কর-ই-তৈবার জঙ্গি তথা কাশ্মীরের মুখ্য কমান্ডার। তারপরেই চলে এনকাউন্টার।

অমরনাথযাত্রীদের হত্যাকাণ্ডের মূলচক্রী আবু ইসমাইল খতম, এভাবে হল রুদ্ধশ্বাস এনকাউন্টার

লস্কর জঙ্গি আবু ইসমাইলকে মারতে মাত্র ৩ মিনিট সময় নিয়েছেন সেনা জওয়ানরা। প্রথমে তাকে স্পট করা হয়, তারপর তাকে ঘিরে ফেলা হয়, আর এসবের ঠিক ৩ মিনিটের মাথাতেই শেষ করে ফেলা হয় এই ভয়ঙ্কর জঙ্গিকে। আবুর সঙ্গে এদিন ছিল তার শাগরেদ আবু কোয়াসিম। তাকেও মিনিটের মাথায় গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়।

এর আগে , পুলিশের কাছে বেশ কিছু তথ্য ছিল আবু ইসমাইলের সম্পর্কে। কুখ্যাত এই জঙ্গির অবস্থান সম্পর্কে পুলিশ কিছু সূত্রে খবর পেয়েই চলে তল্লাশির যৌথ অভিযান। জানা গিয়েছে, যখনই যৌথবাহিনীর তল্লাশি অভিযান শুরু হয়, তখন এই ২ জঙ্গি পালাতে চেষ্টা করে। আর সেসময়ই গুলি চালাতে বাধ্য হয় সেনা।

কয়েক মিনিটের মাথায় দুই জঙ্গিকে নিকেশ করার পরই ঘোষণা করা হয় এনকাউন্টর 'ওভার'। এই অভিযান চালানোর জন্য় অনেকদিন ধরেই তাক করেছিল পুলিশ ও সেনা। সূত্রের খবর ,গত সপ্তাহেই কাশ্মীরে আবু ইসমাইলের থাকার খবর থাকলেও, বেশ কিছু কারমে অভিযান চালায়নি সেনা। এরপর , অভিযানে কোনও ফাঁকপোকর না রেখেই ,সূত্র মারফৎ খবর পেয়েই সরাসরি নির্দ্দিষ্ট স্থানে পৌঁছে যান সেনা জওয়ানরা।

English summary
Spotted, cornered, trapped and killed in 3 minutes. This is how one could summarise the operation that led to the killing of Abu Ismail, the mastermind of the Amarnath yatra attack. Ismail and his associate Chhota alias Abu Qasim from the Lashkar-e-Tayiba were killed on Thursday in a brief and meticulous encounter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X