'সবাইকে শাস্তি দেওয়া হোক', দিল্লি বুলডোজার ইস্যুতে বললেন সিপিএম-এর বৃন্দা কারাত
সম্প্রতি দিল্লির জাহাঙ্গিপুরীতে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়ায়। এবং তার পরবর্তীতে উত্তর দিল্লি পুরসভার পক্ষ থেকে বুলডোজারের মাধ্যমে এলাকায় অবৈধ নির্মান ভাঙার কাজ শুরু হয়। এই দুটি ঘটনার সময়ই সংবাদ শিরোনামে এসেছেন সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাত। সম্প্রতি তাঁকে বুলডোজারের সামনে দাঁড়িয়ে দিল্লির হিংসতা-বিধ্বস্ত জাহাঙ্গীরপুরীতে কথিত অবৈধ স্থাপনাগুলি ভেঙে ফেলায় বাধা দিতে দেখা গিয়েছিল৷

রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি! বছরভর চলবে অনুষ্ঠান, শুভেচ্ছা বার্তা মোদী-মমতার
যেদিন উত্তর দিল্লির জাহাঙ্গীরপুরীর কাছে বুলডোজার দিয়ে অবৈধ নির্মান ভাঙার কাজ চলছিল সেদিনই বৃন্দা কারাতের বুলডোজার থামানোর ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল৷ সে ছবি নিয়ে বাম সমর্থকদেরও উৎসাহিত হতে দেখা গিয়েছিল৷

প্রসঙ্গত, গত রবিবার বিজেপির 'বুলডোজার রাজনীতি'র বিরোধিতা করতে দেখা গিয়েছিল আম আদমী পার্টিকে৷ গত সপ্তাহেই আপ দিল্লির বিভিন্ন স্থানে পদযাত্রা করেছিল এবং সাধারণ মানুষকে বিজেপির 'গুন্ডা রাজ এবং দুর্নীতি' ও 'হুমকি'তে ভয় না পেতে বলেছিল৷ আপের পক্ষ থেকে জনগণকে আরও বলা হয়েছিল যে, অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দল দৃঢ়ভাবে তাদের পাশে দাঁড়াবে এবং বিজেপি শাসিত নাগরিক সংস্থাগুলিকে তাদের সম্পত্তির উপর বুলডোজার চালাতে দেবে না। আম আদমী পার্টির এক শীর্ষ নেতা বলেছিলেন 'এটি বিজেপির বুলডোজার রাজনীতির বিরুদ্ধে লড়াই। এবং আম আদমী পার্টি এই লড়াই চালিয়ে যাবে। এবং জনগণকে 'চাঁদাবাজি' থেকে রক্ষা করবে।'