For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোররাতে সচিবালয়ে চিতার হানা! তোলপাড় মোদীর রাজ্য, ভিডিওতে দেখুন

রাজ্য সচিবালয়ে চিতার হানা। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে, গুজরাতের গান্ধীনগরে। চিতার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছেন বন দফতরের কর্মীরা।

  • |
Google Oneindia Bengali News

রাজ্য সচিবালয়ে চিতার হানা। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে, গুজরাতের গান্ধীনগরে। চিতার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছেন বন দফতরের কর্মীরা।

ভোররাতে সচিবালয়ে চিতার হানা! তোলপাড় মোদীর রাজ্য, ভিডিওতে দেখুন

খাঁচা তৈরি। তৈরি রয়েছে ঘুম পাড়ানি গুলিও। গুজরাতের সচিবালয় ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছেন বন দফতরের কর্মীরা। যে ভবনে সোমবার ভোর রাতে চিতা ঢুকেছেস সেটিই গুজরাত সরকারের কাজ পরিচালনার প্রধান ভবন। এই ভবন থেকেই রাজ্যের সব মন্ত্রীরা কাজ পরিচালনা করেন।

তবে সোমবার ভোররাতের ঘটনাই প্রথম নয়। এর আগে সাম্প্রতিক কালে মানুষ-পশুর সংঘাত একাধিকবার সামনে এসেছে। মহারাষ্ট্রের ইয়াভাতমালই হোক কিংবা উত্তর প্রদেশের পিলভিট মানুষ-পশুর সংঘাত ঘটছে বারবার।

রবিবার ক্ষিপ্ত গ্রামবাসীরা দুধওয়া টাইগার রিজার্ভে এক বাঘিনীকে পিটিয়ে মেরেছে। এরপর তার ওপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দিয়েছে।
এর আগে জুনাগরের ভানথালির সোমনাথ হাইওয়েতে বছর তিনেকের এক চিতাকে চাপা দিয়েছিল এক অজানা গাড়ি। এটি ছিল দু সপ্তাহের মধ্যে গুজরাতে গাড়ি দুর্ঘটনায় চতুর্থ চিতার মৃত্যু।

২৪ অক্টোবর, ভালসাড জেলায় ভালসাড মুম্বই জাতীয় সড়কে অতুল ও পারডির মধ্যে একই ধরনের ঘটনা ঘটে। গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল একটি চিতার।

২৬ অক্টোবর সকালে জুনাগরের ভানথালির সোমনাথ হাইওয়েতে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল অপর একটি চিতার।

English summary
Leopard enters Secretariat campus in Gujarat; massive search operation on
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X