For Quick Alerts
For Daily Alerts
বাড়ির উঠোন থেকে টেনে নিয়ে চার বছরের বাচ্চাকে ছিঁড়ে খেল চিতা
পশুর হামলার প্রাণ গেল এক চার বছরের শিশুর। বাড়ির উঠোনে খেলছিল শিশুকন্যাটি। সেখানেই হামলা চালিয়ে শিশুটিকে কামড়ে নিয়ে গিয়ে মেরে ফেলে একটি চিতাবাঘ। শুধু তাই নয়, নৃশংসভাবে ধড় থেকে মাথা আলাদা করে দিয়েছে।

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের পোলাচ্চি গ্রামে। চা বাগান এলাকায় শিশুটির পরিবার থাকত। সেখানেই বন্য চিতাটি হামলা চালায়।
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাটি দেখতে পেয়েই তাঁরা শিশুটিকে ছাড়াতে যান। তবে চিতার হাত থেকে ছাড়াতে পারেননি। মেয়েটিকে টানতে টানতে চিতাটি নিয়ে চলে যায়।
ঘটনার খবর পেয়ে বনদফতরের কর্মীরা এসে শিশুটিকে খোঁজাখুঁজি করেন। পরে ভোররাতে মুণ্ডহীন শিশুর দেহ মেলে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একইসঙ্গে একরত্তি মেয়ের চিতা হামলায় মৃত্যুতে গ্রামবাসীরা শোকে মূহ্যমান।