For Quick Alerts
For Daily Alerts
লেহ্-র তাপমাত্রা নাম মাইনাস ১৭ ডিগ্রিতে, শ্রীনগর ৪.৮
শ্রীনগর, ২ জানুয়ারি : সাম্প্রতিক সময়ের মধ্যে লেহ্-র তাপমাত্রা রেকর্ড নিচে নামল শুক্রবার। এদিন লেহ্-র তাপমাত্রা সর্বনিম্ন ছিল মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস। সারারাতের তাপমাত্রাও হিমাঙ্কের নীচেই ছিল।

সাম্প্রতিক কালের সবচেয়ে কম তাপমাত্রার (১৭.১ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড গড়ল লেহ্ শহর। লেহ্-র পাশাপাশি কার্গিলের অবস্থাও অনেকটা একইরকম। এখানকার তাপমাত্রা ১৬.১ ডিগ্রি যা লেহ্-র থেকে ১ ডিগ্রি কম।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শ্রীনগর শহরের তাপমাত্রা মাইনাস ৫.৪ ডিগ্রি সেলসিয়াস। পহলগাম মাইনাস ৭.৬ এবং গুলমার্গ ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। জম্মু শহরে দিনের তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতরের আধিকারিকদের কথায়, জম্মু ও কাশ্মীরে আগামী ২৪ ঘন্টা এমনই ঠাণ্ডা ও শুষ্ক আবহাওয়া থাকবে। তবে রবিবার রাজ্যে হাল্কা বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস রয়েছে।