কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু–কাশ্মীরে শীঘ্রই নির্বাচন হবে, জানিয়েছেন লেফটেন্যান্ট গর্ভনর
জম্মু–কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট গর্ভনর বৃহস্পতিবার জানিয়েছেন যে খুব শীঘ্রই কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন হবে। গর্ভনর গিরীশ চন্দ্র মুর্মু বলেন, 'কেন্দ্রশাসিত অঞ্চলটি বিধানসভার অন্তর্গত হওয়ায় শীঘ্রই এখানে নির্বাচন হবে।’

এ বছরের ৫ আগস্ট জম্মু–কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তথা আর্টিক্যাল ৩৭০ তুলে নেওয়া হয়। সরকার জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিখণ্ডিত করার জন্য সংসদের মাধ্যমে আইন পাস করায়, যেখানে জম্মু ও কাশ্মীরের একটি আইনসভা এবং লাদাখ বিধানসভা ছাড়াই।
৩১ অক্টোবর থেকেই এই দুই রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। জম্মু–কাশ্মীরের প্রথম গর্ভনর হিসাবে শপথ নেন গিরীশ চন্দ্র মুর্মু। এদিন প্রাক্তন আইপিএস অফিসার ফারুক খান এবং প্রাক্তন আমলা কেকে শর্মাকে গর্ভনরের পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর এক নির্দেশে বলা হয়েছে যে ফারুক খান এবং কেকে শর্মা তাঁদের নিজ নিজ পদে যোগদানের পরই তাঁদের নিয়োগপত্র হাতে আসবে। এই দুই আধিকারিক গর্ভনরকে প্রশাসনিক কাজে সহায়তা করবেন। জম্মু–কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল সিংয়ের পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন এই দু’জন।