For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলে গেলেন প্রবাদপ্রতিম শিল্পী মান্না দে

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২৪ অক্টোবর : প্রয়াত হলেন প্রবাদপ্রতিম সংগীতশিল্পী মান্না দে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরেই বুকের সংক্রমণ ও কিডনির সমস্যায় ভুগছিলেন কিংবদন্তী এই শিল্পী। বুধবার রাত ৩ টে ৫০ মিনিটে বেঙ্গালুরুর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়

২০০৬ সালে 'উমর' ছবিতে শেষ গান রেকর্ড করেছিলেন মান্না দে

পরিবারসূত্রে খবর, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৮ জুন তাঁকে বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি করা হয়। টানা ১৬০ দিন হাসপাতালের বিছানায় জীবনযুদ্ধ চালানোর পর বুধবার রাতে তাঁর জীবনাবসান হয়। কিংবদন্তী এই শিল্পীর মৃতদেহ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত বেঙ্গালুরুর রবীন্দ্র কলাকেন্দ্রে শায়িত থাকবে। এদিন দুপুরেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রবোধ চন্দ্র দে আসল নাম হলেই মান্না দে নামেই জনপ্রিয় ছিলেন স্বর্ণকন্ঠী এই শিল্পী। বাংলা ছাড়াও অসমিয়া, মারাঠি, মালায়লাম, কান্নাড, গুজরাতি, ভোজপুরি ভাষায় ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, মেলোডি সব মিলিয়ে সাড়ে তিন হাজারেরও বেশি গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছেন তিনি। তাঁর গাওয়া বহু গান আজও মানুষের মুখে মুখে ফেরে। গানের জগতে বহুমুখী প্রতিভা ছিলেন মান্না দে। পদ্মশ্রী, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন। তাঁর মৃত্যু ভারতীয় চলচ্চিত্রের সংগীত জগতে শূন্যতার সৃষ্টি করে দিয়ে গেল।

১৯১৯ সালের ১ লা মে জন্ম হয় মান্না দে-র। কলকাতার স্কটিশ চার্চ ও বিদ্যাসাগর কলেজেই তাঁর পড়াশোনা। কাকা কৃষ্ণ চন্দ্র দে-র কাছে গানের হাতে খড়ি হয় তাঁর। শচীনদেব বর্মনের নজরে পড়ে ১৯৪২ সালে প্রথম পা রাখেন দিল্লিতে। ১৯৪৩ সালে তামান্না ছবিতে প্রথম প্লেব ব্যাক করা সুযোগ পান। তার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক হিট-সুপারহিট গান দিয়ে ভারতীয় চলচ্চিত্রের সংগীতকে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এই প্রবাদ প্রতিম শিল্পী।

<center><center><center><center><center><center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/NqyrImjn6Ck?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe></center></center></center></center></center></center>

আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো...

আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো...

চিরাচরিত জহর কোর্ট আর টুপিতে জনপ্রিয় ছিলেন মান্না দে

দাদা সাহেব ফালকে

দাদা সাহেব ফালকে

২০০৭ সালে রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের হাত থেকে দাদা সাহেব ফালকে পুরস্কার নিচ্ছেন মান্না দে

আমি যে জলসাঘরে...

আমি যে জলসাঘরে...

শুধু গান নয়, প্রয়াত হরিবংশ রাই বচ্চনের লেখা 'মধুশালা' আবৃত্তিতেও কন্ঠ দিয়েছিলেন মান্না দে

যখন কেউ আমাকে পাগল বলে...

যখন কেউ আমাকে পাগল বলে...

২০১২ সালে ৯৩ বছর বয়সে মুম্বইতে শেষবার লাইভ কনসার্ট করেছিলেন

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা....

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা....

দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন

পদ্মভূষণ

পদ্মভূষণ

২০০৫ সালে তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম আজাদের হাত থেকে পদ্মভূষণ উপাধি নিচ্ছেন মান্না দে

English summary
Legendary Singer Manna Dey dies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X