For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাল পার্টির অস্তিত্ব টিকিয়ে রাখল তামিলনাড়ু, গোটা দেশে ধুয়ে-মুছে প্রায় সাফ বামফ্রন্ট

দেশ থেকে এবার লাল পার্টি প্রায় মুছে যেতেই বসেছিল। বাংলা-ত্রিপুরা-কেরল যখন পারেনি, তখন বামেদের অস্তিত্ব বাঁচাল তামিলনাড়ু। ২০১৯-এর লোকসভা নির্বাচনে তামিলনাড়ু থেকে বিজয়ী হল সিপিএম ও সিপিআই।

Google Oneindia Bengali News

দেশ থেকে এবার লাল পার্টি প্রায় মুছে যেতেই বসেছিল। বাংলা-ত্রিপুরা-কেরল যখন পারেনি, তখন বামেদের অস্তিত্ব বাঁচাল তামিলনাড়ু। ২০১৯-এর লোকসভা নির্বাচনে তামিলনাড়ু থেকে বিজয়ী হল সিপিএম ও সিপিআই। ডিএমকে ও কংগ্রেসের সঙ্গে জোয় করে এই রাজ্যে নির্বাচন লড়েছিল বামেরা। সেই জোটের প্রার্থী হিসেবে জয়ী হয়ে সংসদে গেলেন চার বামপ্রার্থী।

লাল পার্টির অস্তিত্ব টিকিয়ে রাখল তামিলনাড়ু, গোটা দেশে ধুয়ে-মুছে প্রায় সাফ বামফ্রন্ট

দক্ষিণভারতের এই রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া উঠেছিল। সেই হাওয়াকে কাজে লাগিয়ে ডিএমকে-কংগ্রেসের জোট এখানে শাসক দলকে গোহারা হারিয়ে দেয়। রাজ্যের বিরোধী দল ডিএমকে ও কংগ্রেস এবার মোদী হাওয়ার বিরুদ্ধে লড়াই করে বিপুল জয় পায়। সেই জয়ের শরিক ছিল বামফ্রন্টও।

বামেরা এখানে কোয়েম্বাতোর, মাদুরাই, তিরুপ্পুর ও নাগপত্তিন কেন্দ্রে জয়ী হয়। কংগ্রেস ও তাদের সমস্ত জোট সঙ্গীরা যখন লোকসভা ভোটে ধরাশায়ী হয়েছে, তখন তামিলনাড়ুতে ডিএমকে-জোটের এই চমকপ্রদ ফলাফল জাতীয় রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ।

[আরও পড়ুন: ভোটে জিতে নাম থেকে 'চৌকিদার' শব্দ তুললেন নরেন্দ্র মোদী ][আরও পড়ুন: ভোটে জিতে নাম থেকে 'চৌকিদার' শব্দ তুললেন নরেন্দ্র মোদী ]

বাংলায় এবার একেবারে মুছে গিয়েছে সিপিএম ও বামফ্রন্ট। কোনও কেন্দ্রে দ্বিতীয় স্থানেও থাকতে পারেনি তারা। শুধু যাদবপুর কেন্দ্র ছাড়া সমস্ত কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত হয়েছে বামপ্রার্থীদের। ত্রিপুরাতেও ধরাশায়ী হয়েছে কংগ্রেস। কেরালায় কোনওরকমে একটি আসন মিলতে পারে। একটি মাত্র আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।

[আরও পড়ুন: মিলে গেল 'ফলে'র কথা! তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন মুকুল রায়][আরও পড়ুন: মিলে গেল 'ফলে'র কথা! তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন মুকুল রায়]

English summary
Left Front saves existence in National politics from Tamilnadu. CPM and CPI win four seats in Lok Sabha Election 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X