For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন ভারতীয় সেনা প্রধান এম এম নারাভানে সম্পর্কে দু-চার কথা জেনে নিন

নতুন ভারতীয় সেনা প্রধান এম এম নারাভানে সম্পর্কে দু-চার কথা জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

চলতি বছরের শেষ দিনেই অবসর নিতে চলেছেন ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত। তার পরিবর্তে ভারতীয় সেনা বাহিনীর নতুন প্রধান হতে চলেছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। ৩১ শে ডিসেম্বর বর্তমান সেনাপ্রধান বিপিন রাওয়াতের অবসর গ্রহণের পরেই সরকারি ভাবে দায়িত্ব গ্রহণ করবেন নারাভানে। ভারতীয় সেনাবাহিনীর ২৮তম প্রধান হতে চলেছেন তিনি।

ইস্টার্ন কম্যান্ডের প্রধান ছিলেন নারাভানে

ইস্টার্ন কম্যান্ডের প্রধান ছিলেন নারাভানে

ভারতীয় সেনার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে নারাভানে ছিলেন ইস্টার্ন কম্যান্ডের শীর্ষ কর্তা। ভারত-চিন সীমান্তের প্রায় ৪,০০০ কিলোমিটার এলাকা দেখাশোনার দায়িত্ব ছিল তার উপর। ইস্টার্ন কম্যান্ডের প্রধান হওয়ার আগে তিনি সেনা প্রশিক্ষণ কম্যান্ডের একটি গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। আদতে পুনের বাসিন্দা মনোজ মুকুন্দ নারাভানে পুনের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ও দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির প্রাক্তনী।

সামলেছেন একাধিক গুরু দায়িত্ব

সামলেছেন একাধিক গুরু দায়িত্ব

১৯৮০ সালে শিখ রেজিমেন্টের ৭ নম্বর ব্যাটেলিয়নের দায়িত্বও আসে তাঁর কাঁধে। পাশাপাশি জম্মু কাশ্মীরে ভারতীয় সেনাকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও একাধিক ক্ষেত্রে সামলেছেন গুরুত্বপূর্ণ দায়িত্বও। নাগাল্যান্ডে উত্তর অসম রাইফেলসের ইন্সপেক্টর জেনারেলেওো দায়িত্ব সামলান তিনি।

নারাভানে কাজ করেছেন একাধিক কম্যান্ডোর পদে

নারাভানে কাজ করেছেন একাধিক কম্যান্ডোর পদে

৩৭ বছরের কর্মজীবনে ভারতীয় একাধিক কম্যান্ডোর পদে কাজ করছেন লেফটেন্যান্ট মনোজ মুকুন্দ জেনারেল নারাভানে। কাশ্মীর ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গি বিরোধী অভিযানে খুবই সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। কাশ্মীরের রাষ্ট্রীয় রাইফেলসের অধিনায়কও ছিলেন তিনি।

শ্রীলঙ্কায় ভারতীয় শান্তি রক্ষা বাহিনীর দায়িত্বও সামলান তিনি

শ্রীলঙ্কায় ভারতীয় শান্তি রক্ষা বাহিনীর দায়িত্বও সামলান তিনি

একই সাথে শ্রীলঙ্কার ভারতীয় শান্তি রক্ষা বাহিনীর দায়িত্ব সামলানোর পাশাপাশি তিন বছর মায়ানমারের ভারতীয় প্রতিরক্ষাবাহিনীর আধিকারিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান নারাভানে। পাশাপাশি মায়ানমারে ভারতীয় দূতাবাসেও সেনা আধিকারিক হিসাবে তিন বছর গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলোন তিনি।

দীর্ঘ কর্মজীবনে পেয়েছেন একাধিক সম্মান

দীর্ঘ কর্মজীবনে পেয়েছেন একাধিক সম্মান

ভারতের বর্তমান সেনা প্রধান তাঁর কর্মজীবনে পেয়েছেন একাধিক সম্মান। সুদীর্ঘ কর্মজীবনে দেশের সেবা ও কর্তব্যনিষ্ঠার জন্য লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানেকে ২০১৫ সালে ‘সেনা পদক', ২০১৭ সালে ‘বিশিষ্ট সেবা পদক' এবং ২০১৯ সালে ‘অতি বিশিষ্ট সেবা পদক' দেওয়া হয় তাঁকে।

English summary
learn few words about new indian army chief manoj mukund naravane
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X