For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেদারনাথে সদ্য উন্মোচিত আদি গুরু শঙ্করাচার্যের মূর্তির বিষয়ে জানুন অজানা তথ্য

কেদারনাথে সদ্য উন্মোচিত আদি গুরু শঙ্করাচার্যের মূর্তির বিষয়ে জানুন অজানা তথ্য

Google Oneindia Bengali News

কেদারনাথ দর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালেই মোদী উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির চত্ত্বরে আদি গুরু শঙ্করাচার্যের ১২ ফিটের মূর্তি উন্মোচন করেন। এদিন কেদারনাথ মন্দিরে বেশ কিছুক্ষণ আরাধনা করতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে।

শঙ্করাচার্যের মূর্তি ক্ষতিগ্রস্ত হয়

শঙ্করাচার্যের মূর্তি ক্ষতিগ্রস্ত হয়

প্রসঙ্গত, ২০১৩ সালে উত্তরাখণ্ডে বিধ্বংসী বন্যায় আদি শঙ্করাচার্যের মূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ায় তা পুনরায় নির্মাণ করা হয়। অষ্টম শতাব্দীর দ্রষ্টা আদিগুরু শঙ্করাচার্য কেদারনাথেই মোক্ষ লাভ করেছিলেন। এই মূর্তি মাইসুরুর শিল্পী অরুণ যোগিরাজ সহ ৯ জন শিল্পী মিলে গত এক বছর ধরে তৈরি করেছেন।

 ক্লোরাইট শিস্ট দিয়ে তৈরি এই মূর্তি

ক্লোরাইট শিস্ট দিয়ে তৈরি এই মূর্তি

জানা গিয়েছে, এই মূর্তি কেদারনাথ মন্দিরের পাশে স্থাপন করা হয়েছে, শঙ্করাচার্যের সমাধি স্থানের মাঝখানে রয়েছে এই মূর্তি। রিপোর্ট অনুযায়ী, আদি গুরু শঙ্করাচার্যের ১৮টি মূর্তি তৈরি করা হলেও প্রধানমন্ত্রী মোদীর সম্মতিতে একটি মাত্র মূর্তি বাছাই করা হয়। পুর্ননির্মিত এই শঙ্করাচার্যের মূর্তির ওজন ৩৫ টন এবং এটি তৈরি করেছে মাইসুরুর ভাস্কররা ক্লোরাইট শিস্ট দিয়ে। এই পাথর রোদ,জল, বৃষ্টি ও কঠোর জলবায়ু সহ্য করার জন্য পরিচিত। ভাস্কর্য শিল্পী যোগীরাজ বলেন, '‌এটা আমাদের জন্য খুশির মুহূর্ত। গত ন'‌মাস প্রতিদিন ১৪ ঘণ্টা পরিশ্রম করার পরে শঙ্করাচার্যের এই মূর্তি তৈরি হয়েছে।'‌

কেদারনাথ পুর্ননির্মাণের কাজ খতিয়ে দেখা

কেদারনাথ পুর্ননির্মাণের কাজ খতিয়ে দেখা

অন্যদিকে, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে তিনি নিয়মিত কেদারনাথের পুর্ননির্মাণের কাজগুলি পর্যালোচনা করবেন। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় কেদারনাথের মানুষদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, 'আমি এখানে ড্রোন ফুটেজের মাধ্যমে বিভিন্ন কাজের অগ্রগতি পর্যালোচনা করেছি‌। আমি এখানে উপস্থিত সব রাওয়ালদের ধন্যবাদ জানাতে চাই তাঁদের নির্দেশনায় এই কাজগুলি হয়েছে।'‌ এরই পাশাপাশি এদিন কেদারপুরী পুনর্গঠন প্রকল্পে ৪০০ কোটি টাকার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেদারপুরী পুনর্গঠন প্রধানমন্ত্রী হিসেবে মোদীর স্বপ্নের একটি প্রকল্প। যে প্রকল্পের অগ্রগতি তিনি নিয়মিত পর্যালোচনা করেন।

দ্বিতীয়বার কেদারনাথ সফর

দ্বিতীয়বার কেদারনাথ সফর

প্রধানমন্ত্রী তাঁর শাসনকালে এই নিয়ে দ্বিতীয়বার কেদারনাথ সফরে এলেন। এর আগে তিনি ২০১৯ সালে কেদারনাথে এসেছিলেন। আদি শঙ্করাচার্যের মূর্তি উন্মোচন ছাড়াও মোদী ১৩০ কোটি টাকার একাধিক পুর্ননির্মাণের কাজের উদ্বোধন করেন। শুক্রবার কেদারনাথে আসার আগে বৃহস্পতিবার জম্মুর রাজৌরিতে গিয়েছিলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। নওসেরা সেক্টরে গিয়ে সেনাকর্মীদের সঙ্গে দিওয়ালি পালন করেছেন নমো

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Find out the story behind the construction of the statue of Adi Guru Shankaracharya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X