For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনী লড়াইয়ের জন্য তৈরি লিয়েন্ডার পেজ! গোয়ায় কি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, অপেক্ষা মমতার সবুজ সংকেতের

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) উপস্থিতিতে তৃণমূলের (trinamool congress) যোগ দিয়েছিলেন প্রাক্তন টেনিস তারকা (tennis star) লিয়েন্ডার পেজ (leander paes)। তিনিই সম্ভবত গোয়ায় আগামী বিধানসভা ন

  • |
Google Oneindia Bengali News

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) উপস্থিতিতে তৃণমূলের (trinamool congress) যোগ দিয়েছিলেন প্রাক্তন টেনিস তারকা (tennis star) লিয়েন্ডার পেজ (leander paes)। তিনিই সম্ভবত গোয়ায় আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের মুখ হয়ে উঠতে চলেছেন। রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি জানিয়েছেন, শুধুমাত্র বাহনের পরিবর্তন করেছেন তিনি, কিন্তু ভারতের জন্য খেলতে প্রস্তুত।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেকদিনের সম্পর্ক

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেকদিনের সম্পর্ক

তৃণমূলে যোগ দেওয়ার প্রসঙ্গে লিয়েন্ডার জানিয়েছেন, বাংলার শাসকদলের তরফে তাঁর কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি তা গ্রহণ করেছেন। প্রাক্তন টেনিস তারকা বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক অনেক দিনের। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী থাকার সময় তিনি উৎসাহ দিতেন, সেই কথা এখনও মনে আছে লিয়েন্ডারের। ১৪ বছর বয়সে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর পরিচয়ের কথাও জানিয়েছেন লিয়েন্ডার। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অগাধ বিশ্বাসের কথা জানিয়েছে তিনি বলেছেন, যখন দিদি কিছু বলেন, তিনি তা করে দেখা, তিনি (মমতা) আক্ষরিক অর্থেই চ্যাম্পিয়ন মন্তব্য করেছেন লিয়েন্ডার।
প্রসঙ্গত লিয়েন্ডার যখন অলিম্পিকে টেনিসে দেশের হয়ে ব্রোঞ্চ পদক জয় করেছিলেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন দেশের ক্রীড়ামন্ত্রী।

কেন গোয়ায়

কেন গোয়ায়

সবাই লিয়েন্ডারকে কলকাতার ছেলে বলেই জানতেন। কলকাতায় তাঁর ছোট থেকে বড় হয়ে ওঠা। তাঁর মা কলকাতার হলেও বাবা ভেস পেজ হলেন প্রাক্তন হকি তারকা, গোয়ার বাসিন্দা। তবে লিয়েন্ডারের মায়ের অন্য এক পরিচয় রয়েছে। জেনিফার দত্ত, মাইকেল মধুসূদন দত্তের প্রপ্রৌত্রী।
১৮ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী লিয়েন্ডার বলেছেন, টেনিস তাঁকে ঐতিহ্য থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু তিনি ফিরে এসেছেন। গোয়ায় তিনি অনেক সুযোগ দেখতে পাচ্ছেন।

তৃণমূলের জমানত জব্দ হওয়া নিয়ে প্রতিক্রিয়া

তৃণমূলের জমানত জব্দ হওয়া নিয়ে প্রতিক্রিয়া

২০১২-তে গোয়ায় বিধানসভা নির্বাচনে একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূল। কিন্তু প্রায় সবারই জমানত জব্দ হয়ে গিয়েছিল। এব্যাপারে লিয়েন্ডার বলেছেন, জয়-পরাজয় জীবনের একটা অংশ। তবে গুরুত্বপূর্ণ হল নিষ্ঠা, আন্তরিকতা এবং সততা।

 নির্বাচনী লড়াইয়ের জন্য তৈরি

নির্বাচনী লড়াইয়ের জন্য তৈরি

গোয়ায় সামনের নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা, এই প্রশ্নের উত্তরে লিয়েন্ডার বলেছেন, তিনি নির্বাচনী লড়াইয়ের জন্য তৈরি। পুরো বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের ওপরে নির্ভর করছে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে তিনি অনেক কিছু শিখছেন। আরও শেখার রয়েছে বলে জানিয়েছেন প্রাক্তন এই টেনিস তারকা।
প্রসঙ্গত গত শুক্রবার প্রাক্তন অভিনেত্রী তথা কংগ্রেস প্রার্থী হিসেবে কলকাতা দক্ষিণে লড়াই করা নাফিসা আলির সঙ্গে তৃণমূলে যোগ দেন। লিয়েন্ডারের তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, একটা ছোট, মিষ্টি, বুদ্ধিমান ভাইকে তিনি পেয়েছেন দলে।

সনাতনী ধ্বজাতেই বিশ্বাস! রাজনীতি থেকে বিশ্রাম নেওয়ার আগে ভবিষ্যত পরিকল্পনার কথা জানালেন শুভেন্দু অধিকারীসনাতনী ধ্বজাতেই বিশ্বাস! রাজনীতি থেকে বিশ্রাম নেওয়ার আগে ভবিষ্যত পরিকল্পনার কথা জানালেন শুভেন্দু অধিকারী

English summary
After joining TMC in presence of Mamata Banerjee Leander Paes say he is ready to contest election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X