For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে মহাজোট! আজ রাজধানীতে চূড়ান্ত বৈঠকে রাহুল

বিহারে মহাজোটের আসন সমঝোতা নিয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক। বুধবার বিকেলে এই বৈঠক হওয়ার কথা রয়েছে দিল্লিতে।

  • |
Google Oneindia Bengali News

বিহারে মহাজোটের আসন সমঝোতা নিয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক। বুধবার বিকেলে এই বৈঠক হওয়ার কথা রয়েছে দিল্লিতে। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন আরজেডির তেজস্বী যাদব। বিকেলের মধ্যেই দিল্লিতে পৌঁছনোর কথা রয়েছে জিতেন রাম মাঝি এবং উপেন্দ্র কুশওয়াহার।

বিহারে মহাজোট! আজ রাজধানীতে চূড়ান্ত বৈঠকে রাহুল

বিহারে লোকসভার আসন সংখ্যা ৪০। সূত্রের খবর, এর মধ্যে কংগ্রেস লড়াই করতে পারে ১১ টি আসনে। আরজেডি লড়াই করতে পারে ২০ থেকে ২১ টি আসনে আরএলএসপিকে ছাড়া হতে পারে ৩ টি আসন। দুটি আসনে লড়াই করার সম্ভাবনা জিতেন রাম মাঝির দলের। ঝাঁঝিপুর আসন থেকে লড়াই করতে পারে সমাজবাদী পার্টি।

সূত্রের খবর অনুযায়ী, এদিন বিকেলে রাহুল গান্ধী, তেজস্বী যাদব, জিতেনরাম মাঝি এেবং উপেন্দ্র কুশওয়াহা রাজধানীতে বৈঠকে মিলিত হবেন। এদিন তামিলনাড়ুর কন্যাকুমারিতে রাজ্যের প্রথম নির্বাচনী সভা করবেন রাহুল গান্ধী। সভায় ডিএমকে এবং শরিকদলগুলি উপস্থিত থাকবে বলে জানা গিয়েছে। সপ্তাহখানের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেন্নাইয়ে এনডিএ-র প্রথম সভা করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন এআইএডিএমকে এবং পিএমকের নেতৃবৃন্দ।

English summary
Leaders of a prospective Bihar Mahagathbandhan will meet in Delhi on Wednesday evening
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X