For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সীসার বিষে ফি বছর মৃত্যু হয় ১ লক্ষ ৪৩ হাজার মানুষের : হু

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ১১ জুন : ম্যাগিতে মাত্রাতিরিক্ত সীসা পাওয়া যাওয়ার পর থেকেই এই ধাতু নিয়ে জনমানসে তীব্র ভয় তৈরি হয়েছে। যে সব খাবারে সীসা রয়েছে তা একেবারে ত্যাজ্য হওয়ার পর্যায়ে রয়েছে।

এবার সেই ভয়কেই আরও বাড়িয়ে দেওয়ার উপক্রম করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা 'হু' এর একটি রিপোর্ট। জানা গিয়েছে, ২০১৪ সালে সীসার বিষ শরীরে গিয়ে সারা বিশ্বে ১ লক্ষ ৪৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

সীসার বিষে ফি বছর মৃত্যু হয় ১ লক্ষ ৪৩ হাজার মানুষের : হু


একইসঙ্গে এটাও জানা গিয়েছে যে, এই মৃত্যুর হারের বেশিরভাগই ভারতের মতো উন্নয়নশীল দেশগুলিতে ঘটেছে।

সীসার বিষকে প্রথম দশটি ক্ষতিকারক রাসায়নিকের মধ্যে স্থান দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্বাস্থ্য়ের জন্য এটিকে অত্যন্ত ক্ষতিকারক বলেও জানিয়েছে সংস্থাটি।

হু-র মতে, কমবয়সী ছেলেমেয়েদের উপরে সীসার ক্ষতিকারক প্রভাব বেশি পড়ে। মস্তিষ্ক ও নার্ভের ক্ষতি সীসার প্রভাবে বেশি হয়। সীসার প্রভাবে প্রতিবছর নতুন করে ৬ লক্ষ শিশু নানা রোগে আক্রান্ত হয়।

জানা গিয়েছে, সীসার প্রভাবে শিশুদের বুদ্ধিমত্তা লোপ পায়, চঞ্চলতা বেড়ে যায়। এছাড়া অল্পেতেই রেগে যাওয়া ছাড়াও অমনোযোগী ও অটিজমের শিকার হতে হয় শিশুদের।

English summary
Lead exposure behind 1.43 Lakh deaths a year globally: WHO
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X