দিল্লিতে আইনজীবীদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা
শুক্রবার থেকে দিল্লির ছ’টি জেলা আদালতের আইনজীবীরা কর্ম বিরতির ডাক দিয়েছেন। গত ২ নভেম্বর তিজ হাজারি আদালতে পুলিশ–আইনজীবী সংঘর্ষের জেরেই এই কর্মবিরতি। ৪ নভেম্বর থেকেই আইনজীবীরা কর্মবিরতিতে রয়েছেন বলে জানা গিয়েছে।

সারা জেলার কোর্টস বার অ্যাসোসিয়েশনের সমন্বয় কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে দিল্লি হাইকোর্ট আইনজীবীদের নির্দেশ দিয়েছিল যে পুলিশের সঙ্গে তাঁদের সমস্যা মিটিয়ে নেওয়ার। এরপরই আইজীবীরা যৌথভাবে কাজ বন্ধ রেখে প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছে।
আইনজীবী সংগঠনের চেয়ারম্যান মহাবীর শর্মা বলেন, 'আমরা হাইকোর্টের নির্দেশকে সম্মান জানাই, তাই কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার থেকেই কর্মবিরতি কার্যকর হবে। আইনজীবী সুরক্ষা আইন নিয়ে আমাদের লড়াই চলতে থাকবে।’ ২ নভেম্বর তিজ হাজারি আদালত চত্ত্বরে পুলিশ–আইনজীবী সংঘর্ষের জেরে প্রায় ২০ জন আহত হন। পার্কিং নিয়ে এই সংঘর্ষ শুরু হয়।