For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যা মামলার রায়দানের মূহূর্তে আবেগপ্রবণ হিন্দু পক্ষের আইনজীবী পরাসরণ

অযোধ্য মামলা রায়দানের মূহূর্তেই আবেগপ্রবন হিন্দু পক্ষের আইনজীবী কে পরসারণ

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যা মামলার সাথে দীর্ঘদিন প্রত্যক্ষ ভাবে জড়িত প্রবীণ আইনজীবী কে পরাসরণকে হটাৎই স্মৃতিচারণ করতে দেখা গেলো। অযোধ্যার জমি বিবাদ মামলায় হিন্দু পক্ষের জন্য আইনি লড়াইয়ের পথে নিজের গোটা জীবনটাই কীভাবে কেটে গেল তা ভাবলেই বিস্মৃত হচ্ছেন তিনি। ৯৩ বছরের বর্ষীয়ান এই আইনজীবী গত আট মাস ধরে শারীরিক অসুস্থতার কারণে যদিও বর্তমানে শয্যাশায়ী রয়েছেন।

অযোধ্য মামলা রায়দানের মূহূর্তেই আবেগপ্রবন হিন্দু পক্ষের আইনজীবী কে পরসারণ


তার সহকারী আইনজীবীরাও একাধিকবার তাঁর স্মৃতিশক্তি দেখে মন্ত্রমুগ্ধ হয়েছিলেন। যেরকম নিখুঁত গবেষণা, ঠিক সেরকমই এই সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলী ছিল তাঁর নখদর্পণে। অযোধ্যা মামলায় দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের একাধিক রায়দানের সময়েও বর্তমানে প্রাক্তন এই অ্যাটর্নি জেনারেল নিরলস ভাবে কাজ করে গেছেন। যদিও দেশের বিচার বিভাগীয় ইতিহাসে এই কঠিন পরিস্থিতির মুহূর্তেও তিনি দীর্ঘকাল হিন্দুত্ববাদী দলগুলির পক্ষে আইনি লড়াইয়ে সামিল হয়েছেন।

তিনি মুসলিম পক্ষের বর্ষীয়ান আইনজীবী রাজীব ধাওয়ানের সাথেও একাধিকবার মুখোমুখিও হয়েছিলেন। ধাওয়ান যখন হিন্দু পক্ষের কোনও যুক্তিকে তাচ্ছিল্যর সঙ্গে উড়িয়ে দিয়েছেন, তখনও তিনি তার মেজাজ হারাননি। যুক্তি পাল্টা যুক্তির মধ্যে দিয়েই তিনি এগিয়ে নিয়ে গেছেন এই মামলাকে।

বিতর্তিক অযোধ্যা মামলার অক্টোবর মাসে সুপ্রিম কোর্টে একটি রায় ঘোষণা দিন অসুস্থ পরাসরণ কোর্টের বাইরে প্রায় ১৫মিনিট অপেক্ষা করছিলেন আইনজীবী ধাওয়ানের সাথে ছবি তুলবেন বলে। এই প্রসঙ্গে তিনি বলেন “আইনজীবীদের লড়াইটা আদালত কক্ষের ভিতরের মধ্যেই সীমাবদ্ধ, দেশের জানা উচিত যে তারা নিজেদের মধ্যে লড়াই করছেন না।"

অযোধ্যার বিতর্কিত জমি মামলার রায়দান করে দাঙ্গার কথা স্মরণ করাল সুপ্রিম কোর্টঅযোধ্যার বিতর্কিত জমি মামলার রায়দান করে দাঙ্গার কথা স্মরণ করাল সুপ্রিম কোর্ট

English summary
lawyer k parsaran spent his whole life for the hindu legal battle in ajodya case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X