For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদালতে কান্নায় ভেঙে পড়লেন মহিলা আইনজীবী, দাবি গণধর্ষিত হয়েছেন শ্বশুরবাড়ির আত্মীয়দের হাতেই

Google Oneindia Bengali News

আদালতে ভেঙে পড়লেন মহিলা আইনজীবী, দাবি গণধর্ষিত হয়েছেন শ্বশুরবাড়ির আত্মীয়দের হাতেই
নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর : আদালতে নিজেকে ধর্ষিতা বলে দাবি করলেন ছত্তিশগড়ের এক মহিলা আইনজীবী। অভিযোগ শ্বশুরবাড়ির কয়েকজন মিলেই গণধর্ষণ করেছে তাঁকে। যদিও সোমবার আদালত কক্ষে তাঁর প্রতিবাদ ছিল পুলিশের বিরুদ্ধেই। ওই পীড়িতা আইনজীবীর অভিযোগ, অভিযোগ দায়ের করা সত্ত্বেও অভিযুক্দের গ্রেফতার করেনি পুলিশ।

সোমবার শুনানি শেষ করে আশন ছেড়ে উঠতে গেলে বিচারপতি লোধার সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে ওঠেন ওই মহিলা আইনজীবী। তিনি বলেন, গত বছর নভেম্বর মাসে শ্বশুরবাড়ির লোকজন মিলে তাঁরে গণধর্ষণ করে। বিচারপতি লোধার বেঞ্চের অন্যান্য সদস্যরা ছিলেন বিচারপতি কুরিয়ান জোসেফ এবং আর এফ নারিমান। ওই মহিলার কথা স্পষ্টভাবে শুনতে না পাওয়ায় পীড়িতা আইনজীবীর হয়ে অন্য এক মহিলা আইনজীবীর সাহায্য নেওয়া হয়।

এর পরে পীড়িতা জানান, ধর্ষণের পাশাপাশি জোর করে তাঁকে বিষাক্ত ন্যাপথলিন বল জোর করে খাওয়ানোরও চেষ্টা করে অভিযুক্তেরা। পীড়িতা আইনজীবীর অভিযোগ, এই ঘটনায় এফআইআর দায়ের করা ছাড়া অন্য কোনও কিছুই করেনি পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার পর্যন্ত করা হয়নি, উপরন্তু তাঁকেই পুলিশ হেনস্থা করে বলে আদালতে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা।

আদালত স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা দায়ের করেছে। বিচারপতি লোধার নির্দেশে ওই মহিলা আইনজীবীকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আজ এই মামলার শুনানি রয়েছে। পীড়িতার পক্ষে সওয়াল করার জন্য বন্দনা সেহগলকে নিয়োগ করা হয়েছে।

English summary
Lawyer breaks down in court, alleging her in-laws for rape
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X