For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর 'শিক্ষা'য় শিক্ষিত বিধায়ক স্বচ্ছতার 'ক্লাস' নিলেন স্কুলে, ভিডিও হল ভাইরাল

স্থানীয় এমএলএ স্কুলের টয়লেট পরিষ্কার করছেন। এমনই ঘটনা ধরা পড়েছে মধ্যপ্রদেশের রেওয়ায়। ময়লা আটকে যাওয়ায় স্কুলের বাচ্চারা টয়লেট ব্যবহার করতে পারছে না। এই খবর পাওয়া পরেই ছুটে যান বিজেপি এমএলএ।

  • |
Google Oneindia Bengali News

স্থানীয় এমএলএ স্কুলের টয়লেট পরিষ্কার করছেন। এমনই ঘটনা ধরা পড়েছে মধ্যপ্রদেশের রেওয়ায়। ময়লা আটকে যাওয়ায় স্কুলের বাচ্চারা টয়লেট ব্যবহার করতে পারছে না। এই খবর পাওয়া পরেই ছুটে যান বিজেপি এমএলএ জনার্দন মিশ্র। নিজের হাতেই টয়লেটে জমে থাকা ময়লা পরিষ্কার করেন।

মোদীর 'শিক্ষা'য় শিক্ষিত বিধায়ক স্বচ্ছতার 'ক্লাস' নিলেন স্কুলে, ভিডিও হল ভাইরাল

মধ্যপ্রদেশের রেওয়ার স্কুলে এমএলএ জনার্দন মিশ্রের টয়লেট পরিষ্কারের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে স্কুলের বাথরুমের প্যানের ওপর ঝুঁকে পড়ে আটকে থাকা ময়লা পরিষ্কার করছেন বিধায়ক জনার্দন মিশ্র। একই দিনে তাকে দেখা গিয়েছে রেওয়া নগরের রাস্তা পরিষ্কারের কাজে ব্যস্ত থাকতে।

অপর একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, প্রাথমিক স্কুলের একটি ছাত্রকে পরিষ্কারের ব্যস্ত থাকতে। ছাত্রটিকে পরিষ্কার থাকার উপযোগিতা সম্পর্কে পাঠ দিতেও দেখা গিয়েছে ওই বিধায়ককে।

রাজ্যের নয়া ঘরিতে একটি সরকারি স্কুল পরিদর্শনের সময়, তাঁর চোখে পড়ে ছাত্ররা স্নান করে না। ছাত্রদের স্নান করানোর ব্যবস্থা করেন। এমনকি ছাত্রদের পা ঘষে দিতেও দেখা দিয়েছে এই বিধায়ককে। সেই ভিডিও ভাইরাল হয়েছে।

তুলনামূলক ভাবে বিজেপি শাসিত অপর রাজ্য রাজস্থান, যেখানে স্বাস্থ্য মন্ত্রী কালীচরণ শরাফকে জয়পুরের রাস্তায় প্রস্রাব করতে দেখা গিয়েছিল। প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেছিলেন বিষয়টি বড় কিছু নয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছভারত অভিযানের ডাকে সাড়া দিয়ে মধ্যপ্রদেশের জনার্দন মিশ্রের মতো অনেকেই দীর্ঘদিন ধরেই ভারতকে স্বচ্ছ রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

English summary
Lawmaker from Rewa district of madhya pradesh unclogs school toilet with bere hands
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X