For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ল কমিশনের রিপোর্ট! মোদীর 'একদেশ এক নির্বাচনে'র ইচ্ছায় 'ধাক্কা'

সংবিধান সংশোধন ছাড়া লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। সূত্রের খবর অনুযায়ী এমনই রিপোর্ট জমা দিয়েছে ল কমিশন। যা মঙ্গলবার সর্বসমক্ষে প্রকাশিত হতে পারে।

  • |
Google Oneindia Bengali News

সংবিধান সংশোধন ছাড়া লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। সূত্রের খবর অনুযায়ী এমনই রিপোর্ট জমা দিয়েছে ল কমিশন। যা মঙ্গলবার সর্বসমক্ষে প্রকাশিত হতে পারে।

ল কমিশনের রিপোর্ট! মোদীর একদেশ এক নির্বাচনের ইচ্ছায় ধাক্কা

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহের ইচ্ছাকে সমর্থন কিংবা বিরোধিতা, কোনওটাই করছে না ল কমিশন।

যদিও, রবিবারের মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির একসঙ্গে নির্বাচনের ভাবনা গতি পাচ্ছে।

ল কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, প্যানেল রিপোর্টে বলা হচ্ছে সংবিধানের ৮৩(২) এবং ১৭২ ধারার সংশোধন না করা হলে সংবিধান অবমাননায় পড়তে হবে। যেখানে বলা হয়েছে, লোকসভা কিংবা বিধানসভা কারওই পাঁচবছরের বেশি কার্যকাল থাকবে না।

এর থেকে বলাই যায়, ২০১৪-তে ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদী যে এক দেশ এক নির্বাচনের ডাক দিয়েছেন, বা সেই কথা বলে চলেছেন, সংসদের উভয়কক্ষে দু তৃতীয়াংশের ভোটে পাশ না হলে বাস্তবে তা লাগু করা সম্ভবপর হবে না। সংবিধান সংশোধনের জন্য যা খুবই জরুরি। এরপর এই সংশোধনী অন্তত দেশের অর্ধেক রাজ্যের বিধানসভাতেও পাশ করাতে হবে।

ইতিমধ্যেই অনেক রাজনৈতিক দল মোদী, অমিত শাহের প্রস্তাবের বিরোধিতা করে বলেছে, এই সিদ্ধান্ত নেওয়া হলে তা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করবে।

English summary
Law panel to tell Modi govt that one nation, one poll is not possible without amending Constitution
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X