For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহড়ায় সফল চন্দ্রযান-‌২, জানাল ইসরো

ফের চাঁদে পাড়ি দিতে চলেছে ভারতের চন্দ্রযান। প্রস্তুতি প্রায় সাড়া। এবার আর কোনও ত্রুটি ধরা পড়বে না।

Google Oneindia Bengali News

ফের চাঁদে পাড়ি দিতে চলেছে ভারতের চন্দ্রযান। প্রস্তুতি প্রায় সাড়া। এবার আর কোনও ত্রুটি ধরা পড়বে না। কারণ
মহড়ায় সাফল্যের সঙ্গে পাস করে গিয়েছে চন্দ্রযান-২। ইসরোর সূচি অনুযাযী ২২ জুলাই নির্ধারিত হয়েছে চন্দ্রযানের উৎক্ষেপন। সেই দিনের আরও পরিবর্তন হচ্ছে না বলে ইসরোর তরফে জানানো হয়েছে। আগের মতো যাতে শেষ মুহূর্তে কোনও ত্রুটি ধরা না পড়ে সেকারণেই আগে থেকে এক প্রস্থ মহড়া সেড়ে রেখেছে ইসরো। তারপরেই টুইট করে মহড়ায় সাফল্যের সঙ্গে পাস করার কথা জানান।

মহড়ায় সফল চন্দ্রযান-‌২, জানাল ইসরো

২২ জুলাই চন্দ্রযান সাফল্যের সঙ্গে পাড়ি দিলে ১৪ অগস্ট সেটি চাঁদের কক্ষপথে পৌঁছবে। আর চাঁদে অবতরণ করবে ৬ সেপ্টেম্বর‌। ইসরোর প্রাক্তন প্রধান জানিয়েছেন, আশা করা যাচ্ছে এবার আর কোনও ত্রুটি ধরা পড়বে না।

যদিও সব ঠিক ঠাক থাকার পরেও ১৫ জুলাই উৎক্ষেপণের ঠিক কয়েক ঘণ্টা আগে ধারা পড়েছিল ত্রুটি। তরল জ্বালানি লিক করতে শুরু করেছিল। সেটা জানার পরেই ইসরোর বিজ্ঞানীরা আর পদক্ষেপ করেননি। তাই সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেকারণেই আগে থেকে এক প্রস্থ মহড়া দেওয়া হয়েছে। এবার একেবারে নিখুঁত উৎক্ষেপন করতে চান বিজ্ঞানীরা।

২২ জুলাই নির্ধারিত সময়ে জিএসএলভি মার্ক-থ্রি (‌বাহুবলী)‌-তে চড়ে পাড়ি দেবে মঙ্গলযান। চাঁদের দক্ষিণ মেরুতে নামবে এই চন্দ্রযান। এই প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে অভিযান চালাবে ভারত। এর আগে উত্তর মেরুতেই বেশিরভাগ অভিযান হয়েছে।

English summary
Launch rehearsal of the Chandrayaan-2 mission completed, says ISRO
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X