For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০ সেপ্টেম্বর : সারাদিনের খবর একনজরে

Google Oneindia Bengali News

১০ সেপ্টেম্বর : সারাদিনের খবর একনজরে
বিকেল ৪ টে ১৫ মিনিট : আগামী ১৮ তারিখ থেকে লাগাতার ট্যাক্সি ধর্মঘটের ডাক। ফের ভোগান্তিতে পড়ার আশঙ্কা যাত্রীদের।

বিকেল ৪ টে ১২ মিনিট : নবান্নে অবস্থান বিক্ষোভ বামেদের।

দুপুর ২ টে ১২ মিনিট : কার্টুন কাণ্ডে স্বতঃপ্রণোদিত হয়ে গ্রেফতার করা হল অভিষুক্তকে। অথচ তাপস কাণ্ডে কেন এখনও গ্রেফতার করা হল না তৃণমূল সাংসদ তাপস পালকে? প্রশ্ন তুললেন হাইকোর্টের বিচারপতি নীশিথা মাত্রের।

দুপুর ১ টা ৪৫ মিনিট : মিডিয়াকে 'মাটিতে পুঁতে' দিতে চান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। (এখানে ক্লিক করে বিস্তারিত খবরটি পড়ুন)

দুপুর ১২ টা : বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণ বসুর স্বামী সমীর চক্রবর্তী ওরফে বুয়াকে তলব করল সিবিআই। রজত মজুমদারকে জেরা করতে গিয়েই বুয়া চক্রবর্তীর নাম উঠে আসে।

সকাল ১১ টা ২১ মিনিট :
কুণাল ঘোষ ও সৃঞ্জয় বোসকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা।

সকাল ১০ টা ৫০ মিনিট : সিবিআই দফতরে পৌছলেন সৃঞ্জয় বোস।

সকাল ১০ টা ৪০ মিনিট : তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধের জেরে জেরবার বীরভূম। জেলার তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার ৩। এদের মধ্যে ২ জনই তৃণমূল নেতা ও ১ জল তৃণমূলের সক্রিয় কর্মী

সকাল ১০ টা ৩৫ মিনিট : অরবিন্দ সরণীতে বাসের ধাক্কায় মৃত মহিলা। পলাতক চালক।

সকাল ১০ টা ১২ মিনিট : সকাল ১১ টা নাগাদ সিবিআই দফতরে আসার কথা সৃঞ্জয় বসুর।

সকাল ১০ টা ১০ মিনিট :
পরিবহন শ্রমিকদের নিয়ে ধর্মঘটের ডাক শ্রমিকদের। রাস্তা থেকে ফের উধাও ট্যাক্সি।

সকাল ৮ টা ৪৫ মিনিট : জম্মু কাশ্মীরের বন্যায় মৃত দুশোরও বেশি। উদ্ধার করা হয়েছে ৪৭ হাজার মানুষকে।

সকাল ৮ টা ৪০ মিনিট : সারদা কাণ্ডে এবার আর এক তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসুকে তলব করল সিবিআই। (এখানে ক্লিক করে বিস্তারিত খবরটি পড়ুন)

সকাল ৮ টা ৩০ মিনিট : প্রয়াত কিংবদন্তী সংগীতশিল্পী ফিরোজা বেগম। ঢাকার হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যে সাড়ে আটটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (এখানে ক্লিক করে বিস্তারিত খবরটি পড়ুন)

English summary
Latest News Update: September 10
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X