For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৭ মার্চ : সারাদিনের খবর একনজরে

  • |
Google Oneindia Bengali News

১৭ মার্চ : সারাদিনের খবর একনজরে

বিকেল ৫ টা ৫৩ মিনিট : আমরি হাসপাতালে সোয়াইন ফ্লু আক্রান্ত গৌতম দেবকে দেখতে গেলেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়।

বিকেল ৫ টা ৩৯ মিনিট : সোনিয়া গান্ধীর নেতৃত্বে জমি বিলের বিরুদ্ধে পথে একসঙ্গে কংগ্রেস, সিপিএম, তৃণমূল। মিছিলে ১৩টি দলের ২০০ জন সদস্য।

বিকেল ৫ টা ৩০ মিনিট :

বিকেল ৫ টা ২৫ মিনিট : চোটের জন্য পাকিস্তানের বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন ৭ ফুট লম্বা পেস বোলার মহম্মদ ইরফান।

বিকেল ৪ টে ১৭ মিনিট : আসন্ন কলকাতা পুর নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল রাজ্য বিজেপি নেতৃত্ব। ১৪৪ টি আসনের মধ্যে ১৪২ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।

বিকেল ৩ টে ৪৩ মিনিট : সাত্তোর কাণ্ডে ফের চার্জশিট গ্রহণ করল না আদালত। তদন্তকারী অফিসারকে তা ফেরত দিয়ে আদালত সংবিধানের ১৬৪ নম্বর ধারাকে সম্মান জানানোর আদেশ দেয়। তদন্তের ক্ষেত্রেও আরও যত্নবান হওয়ার কথা বলেন বিচারক।

বিকেল ৩ টে ৩৫ মিনিট : রানাঘাটে নির্যাতিতা সিস্টারের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন সেখানকার জেলা হাসপাতালের সুপার। তাঁকে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরিমাণও কমানো হয়েছে।

বিকেল ৩ টে : অন্যান্য অনগ্রসর শ্রেণী (ওবিসি)-র আওতায় জাঠদের জন্য সংরক্ষণ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এ বিষয়ে সর্বোচ্চ আদালতের তাত্পর্যপূর্ণ মন্তব্য, অনগ্রসরতার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাতপাতই একমাত্র মাপকাঠি হতে পারে না। সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, অতীতে ওবিসি তালিকায় সম্ভাব্য ভুলক্রমে কোনও জাতের অন্তর্ভূক্তি ঘটে থাকলে তা আরও ভুল অন্তর্ভূক্তির ভিত্তি হতে পারে না।

দুপুর ২ টো ৩৫ মিনিট : জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন সিপিএম নেতা গৌতম দেব। সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

দুপুর ১ টা ৪০ মিনিট : হরিয়ানার হিসার জেলায় গীর্জায় আক্রমণের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

দুপুর ১২ টা ৫০ মিনিট : কলকাতা পুরভোট উপলক্ষ্যে নিজের ১৩১ নম্বর ওয়ার্ডে প্রচার সারলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

দুপুর ১২ টা ৩০ মিনিট : রানাঘাটের সিস্টার ধর্ষণের ঘটনা নিয়ে উত্তাল হল লোকসভা। এদিন এই প্রসঙ্গ উত্থাপন করেন সিপিএম নেতা মহম্মদ সেলিম ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তারপরই একে অপরের বিরুদ্ধে দোষারোপে উত্তপ্ত হয়ে ওঠে সংসদের নিম্নকক্ষ।

সকাল ১১ টা ৪০ মিনিট : পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের ২ সদস্যের প্রতিনিধি দল রানাঘাটের গাঙনাপুরে পৌঁছল।

সকাল ১১ টা ৩৫ মিনিট :

সকাল ৯ টা ০৫ মিনিট : রানাঘাটে সিস্টার ধর্ষণ কাণ্ডের পর ৪ দিন কেটে গেলেও এখনও অধরা দুষ্কৃতীরা। অন্যদিকে এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিএমও-র দপ্তর থেকে রিপোর্ট চাওয়া হয়েছে।

সকাল ৮ টা ৩০ মিনিট : পাকিস্তানের চার্চে জঙ্গিহানার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানালেন রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুন। রবিবার লাহোরের কাছে যোহানাবাদে দুটি চার্চে আত্মঘাতী জঙ্গিহানা ঘটায় তেহেরিক-ই-তালিবান গোষ্ঠী থেকে বেরিয়ে আসা আর এক জঙ্গিগোষ্ঠী জামাত-উল-আজহার। ঘটনায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয় ও আহত হন ৮০ জন।

English summary
Latest News Update: March 17
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X